![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কসমিক ট্র্যাভেলার, মহাজাগতিক মুসাফির।
আমি জীবন তরী বেয়ে চলেছি
এক যুগ দুই হালিরও বেশি বছর ধরে,
প্রতিটি দিনান্তের প্রভা নিষ্প্রভ হয়ে
ধরিত্রীর বুকে রাত নেমেছে নিয়ম করে।
প্রত্যেকটি রাতই অভিসারে গিয়েছে
ঐ আঁধার নিলীমায় ছায়াপথ ধরে নীহারিকার বুকে।
আমারও তো খুব ইচ্ছে হয়
অভিসারে যেতে, প্রণয়ী হতে,
তাই আমি আজও ডুব দিই
নিদ্রাদেবীর বুকে, প্রণয়িনীকে পেতে।
কিন্তু কী আশ্চার্য ! কী অদ্ভুত নিয়ম !
নিদ্রাদেবীর এ এক রুঢ় আচরণ,
নিঝুম রাতে জেগে থাকা চোখের তারায়
শুধু দুঃস্বপ্নের আঁকাবুঁকির বিচরণ।
দেখি নি, প্রণয়িনীর মায়াময়ী চোখের ছায়াটুকু আজও দেখি নি।
[প্রথম প্রকাশঃ ১ লা ডিসেম্বর, ২০১৬ খ্রিঃ]
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৬
জিসান অাহমেদ বলেছেন: মন্তব্য পাওয়াটাও আমার ভাল লাগা।প্রীতি নিবেন।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯
স্বৈতী ইসলাম বলেছেন: দুআ করি দেখা পান খুব তাড়াতাড়ি। ^_^
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪১
জিসান অাহমেদ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।প্রতীক্ষায় রয়েছি.........................
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: দুই হালির ব্যাপারটা না থাকলেই ভাল হত । তবে আপনার নিজস্ব ইচ্ছে ।
বাকীটুকু কবিতা ভাবনায় এবং লেখায় ভাল হয়েছে ।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৭
জিসান অাহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমি লেখালেখিতে একেবারেই নতুন। অাসলে ঠিক কি লিখবে বুঝে উঠতে পারি না, দোয়া জানাবেন।অার অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন, এই প্রত্যাশাই করি।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগল
শুভ কামনা রইল।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩১
জিসান অাহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।প্রীতি নিবেন।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮
জগতারন বলেছেন:
কবিতা ভালো হয়েছে ও খুউব ভালো লাগা রইলো।
আরো লিখুন প্রবাসী ব্যাথাতুর মনের ওবস্থা প্রকাশ নিয়া।
আমিও প্রায় তিন যুগ যাবত প্রবাসী।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৭
জিসান অাহমেদ বলেছেন: ধন্যবাদ কিন্তু অামি স্বদেশেই অাছি।প্রীতি নিবেন ও দোয়া জানাবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৩
ডাঃ নাসির বলেছেন: ভাল লাগলো।