![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কসমিক ট্র্যাভেলার, মহাজাগতিক মুসাফির।
অাজও হৃদয়ের কপাট খুলে রেখেছি অত্রস্ত মনে,
যেন নীল শাড়ীর ঝলকানি পড়ে মম বৃন্দাবনে।
যদি একদিন এসে যায় স্বর্গসুখ অনুভবের মাহেন্দ্রক্ষণ,
রঙিন ফানুস উড়িয়ে সাজিয়ে দিবো রাতের মধ্যগগন।
বছর পেরিয়ে যেদিন পূর্ণ হবে তোমার শূণ্য ক্রোড়,
স্বপ্নিল চোখে রাঙিয়ে দিবো মোদের প্রণয়ডোর।
বয়সের ভারে যেদিন তোমার হাতে উঠবে লাঠি,
দন্তহীন মুখে হাসবো সেদিন দেখিয়ে শীতল পাটি।
পানপাত্র এগিয়ে দিবো তোমায় চশমা পড়ে চোখে,
স্মৃতিরোমন্থনে হারিয়ে যাবো মোরা স্বর্গলাভের সুখে।
[প্রথম প্রকাশঃ ২৫ শে ডিসেম্বর, ২০১৬ খ্রিঃ]
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
জিসান অাহমেদ বলেছেন: হা হা হা, কবিদেরও তো মন বলতে কিছু অাছে, ভাই।তবে অামি কিন্তু কবি নই, মাঝে মধ্যে ভাল থাকার জন্য কিছু শব্দের কাছে অাশ্রয় খুঁজি।হয়তো এগুলো কবিতায় রুপ পায়।দোয়া জানাবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
অতৃপ্তচোখ বলেছেন: খুব ভাল লাগলো।
অসাধারণ আকাঙ্ক্ষার প্রকাশ, ভালোবাসার গভীরতায় পূর্ণ
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
জিসান অাহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।দোয়া জানাবেন।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২০
আবু বকর নোমান বলেছেন: অসাধারণ লিখেছেন, ভাল লাগল, চোখের পলকে কয়েকবার পড়েছি
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
জিসান অাহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।দোয়া জানাবেন।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০
আশফাক ওশান বলেছেন: দারুন লিখেছেন।মন ছুয়ে গেলো!!
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
জিসান অাহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।দোয়া জানাবেন।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো
শুভ কামনা রইলো
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫২
জিসান অাহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন লিখেছেন।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
জিসান অাহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।দোয়া জানাবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
কবিরা কি অন্যদের চেয়ে বেশী প্রেমিক হয়ে যাচ্ছেন?