![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কসমিক ট্র্যাভেলার, মহাজাগতিক মুসাফির।
নিজের বোন কালো হলেও দেখতে চাঁদের পরী,
নিজের বউ দুধের মতো শুভ্র না হলে পেত্নী বুড়ি।
নিজের মেয়ে কালো হলেও সোনায় সোহাগা,
নিজের পুত্রবধূ শ্যামলা হলে জাত গেল গা।
পাশের ঘরের মন্টুর বউ শ্যামলা হলেও অনেক ঢক,
নিজের ছেলের বউ কালো হলে আলকাতরার ত্বক।
নিজের পুত্রবধূ হাফেজা না হলে বংশের মুখে কালি,
নিজের ছেলে সূরা ফাতেহা না পারলেও শের আলী।
নিজের পুত্রবধূর মাথায় কাপড় না থাকলে পর্দার খেলাপ,
নিজের ছেলে পরনারীর নিতম্ব মাপলে চোখে পড়ে গেলাপ।
-জিসান আহমেদ,
মতলব দক্ষিণ, চাঁদপুর।
[প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর, ২০১৬ খ্রিঃ]
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৯
জিসান অাহমেদ বলেছেন: অপ্রিয় সত্য।ধন্যবাদ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
পিলিয়ার বলেছেন: ভাই চকলেট রঙ্গা মেয়ে র প্রেমে পরসেন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১
জিসান অাহমেদ বলেছেন: হা হা হা
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
আশফাক ওশান বলেছেন: যত দোষ নন্দ ঘোষ!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২
জিসান অাহমেদ বলেছেন: .
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
প্রবাসী দেশী বলেছেন: i c ব্যাপার টা তাহলে ঐরকম যে .... অন্যের বৌ আর অন্যের .... সব সময়েই সুন্দর !
যে ছবি দিয়েছেন তাতে কবিতা কিন্তু অন্য কিছু বলছে।ভালো হয়েছে চালিয়ে যান।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬
জিসান অাহমেদ বলেছেন: অাপনি ঠিক ধরেছেন।অাসলে তারাহুরার মধ্যে এ ছবিটা অাপ করে ফেলছি।পরে অার ব্যস্ততার কারণে চেঞ্জ করার সুযোগ পাই নি।অাপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭
আহলান বলেছেন: অন্য টেবিলের খাবার সব সময়ই সেরা মনে হয় - পুরুষের কাছে নিজের বউ এর ব্যপারে উপরোক্ত উক্তিটি খুবই এপ্রোপ্রিয়েট। আর আজকাল যে হারে সৌন্দয্য প্রদর্শনী শুরু হইছে রাস্তা ঘাটে অফিস আদালতে ব্যাংক বিমা প্রতিষ্ঠানে তাতে নিজেকে নিয়ন্ত্রণে রাখাটাও একটা বিরাট যুদ্ধ .... সবাই তো তা পারে না। পোশাক এখন rapping paper এর কাজ করে,শরীর ঢাকার কাজ করে না। কিছুদিন আগে একটা ব্যাংকে গেলাম ,ওটা ব্যাংক না বিউটি পার্লার বুঝতে সময় লাগলো ... কি করবে ওরা ?ক্লায়েন্ট ধরতে কত কৌশল ই না অবলম্বন করতে হয় ! আফসোস ..
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০
জিসান অাহমেদ বলেছেন: যথার্থ বলেছেন।পাশ্চাত্য সংস্কৃতির অাগ্রাসন যে হারে বাড়ছে, এ পরিস্থিতি থেকে মনে হয় না উত্তরণের কোনো সুযোগ অাছে।ব্যক্তি সচেতনতার মধ্য দিয়েই অামাদের চলতে হবে।মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
প্রবাসী দেশী বলেছেন: চাঁদ গাজী সাহেবরা তাহলে সত্য কথাই বলে বেড়াচ্ছে .... যে দেশ এগিয়ে যাচ্ছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫১
জিসান অাহমেদ বলেছেন: জয়তু গাজী সাহেব।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
আখেনাটেন বলেছেন: ''নিজের ছেলের বউয়ের মাথায় কাপড় না থাকলে পর্দার খেলাপ,
নিজের ছেলে পরনারীর নিতম্ব মাপলে চোখে পড়ে গেলাপ।'' হা হা হা