![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কসমিক ট্র্যাভেলার, মহাজাগতিক মুসাফির।
এ সমাজজীবনের দিগদিগন্ত জুড়ে যেদিন অমাবস্যার কায়া,
মানবহৃদয় থেকে যেদিন ম্লান প্রায় সামাজিকতার মায়া,
কড়িয়ালের বিষাক্ত নিনাদে যেদিন ফাটে সভ্যতার দেয়াল,
ঘুণেধরা এ সমাজের প্রতি সমাজপতিদের যেদিন নেই কোনো খেয়াল,
ক্ষুধিতের রোনাজারিতে যেদিন এ সমাজের ভূমি কম্পমান,
অর্থাভাবে মেধাবী ছাত্রটির স্বপ্ন যেদিন ঘোর অমানিশায় ক্ষীয়মাণ,
এ সমাজের জ্ঞানের জগতে যেদিন ঊষর মরুপ্রান্তরের রুক্ষতা,
সৃষ্টিশীলতা ভুলে এ মানবসমাজ যেদিন কুসংস্কারে দেখায় দক্ষতা,
এই জীর্ণশীর্ণ সমাজ যেদিন হাউমাউ করে কেঁদে বলল, 'অামাকে বাঁচান',
সেদিন এ মুমূর্ষু সমাজজীবনের প্রাণ বাঁচালেন রাকিবুল হাসান।
২০০৯ সালে গগন পানে উড়ালেন তিনি লোটাস-বাডের বৈজয়ন্তী,
অালোর মশাল হাতে অাঁধারের বুক ছিঁড়ে মোরা দূর করি যত শ্রান্তি,
কুসংস্কারের কুয়াশায় ঢাকা মরুপ্রান্তর পেরিয়ে চলি নতুন দিগন্তপানে,
সমাজসেবার উল্লাসে মুখরিত করি এ জনপদ মানবের জয়গানে।
[প্রথম প্রকাশঃ ৩ ই এপ্রিল, ২০১৭ খ্রিঃ, ফেসবুকে]
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৮
জিসান অাহমেদ বলেছেন: থ্যাংক ইউ
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন