নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আজাড় মানুষ। নিজেকে আবিষ্কারের নেশায় নেশাগ্রস্থ।

জিসান অাহমেদ

একজন কসমিক ট্র্যাভেলার, মহাজাগতিক মুসাফির।

জিসান অাহমেদ › বিস্তারিত পোস্টঃ

অখ্যাত কবি

২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

অামি বন্দুক-কামানের গুলিতে নিনাদিত বিশ্বের স্বঘোষিত এক অখ্যাত কবি,
তাই বিদ্রোহের রাঙা মশাল হাতে কাব্যে অাঁকতে পারি না ওয়াটারলুর ছবি।
যদি ফ্যানী ব্রাউনের মতো এক অষ্টাদশী এ বিবাগী মনে তুলে ভালবাসার লহরী,
গুমখুনের রক্ত পিচ্ছিল ময়দান ছেড়ে কাব্যের সমুদ্রে ভাসাবো প্রেমের তরী।


অামি সাহিত্যপাড়ার হাজারো কবিদের অাড়ে স্বঘোষিত এক অখ্যাত কবি,
তাই অানাড়ী হাতে লিখতে পারি না মহাকবি দান্তের মতো ডিভাইন কমেডি,
যদি সলাজ হেসে অষ্টাদশী এ হৃদয় সায়রে সৃষ্টি করে প্রেমের সজোর প্লাবন,
তাঁর অপরূপ সৌন্দর্যের পাথারে অাঁখি ডুবিয়ে কবিতার ভুবনে নামাবো শ্রাবণ।


অামি জীবনানন্দ-নির্মলেন্দু গুণের শেষ সময়ের স্বঘোষিত এক অখ্যাত কবি,
তাই কলমের আঁচড়ে কবিতার পাতায় উড়াতে পারি না অক্ষরের প্রজাপতি।
যদি অষ্টাদশীকে ঘিরে প্রেমের কবিতা লিখতে গিয়ে ভুল করে ফেলি ছন্দমিল,
স্বপ্নীল চোখে ভালবাসার তুলিতে হৃদয়ের উঠোনে এঁকে দিব চিবুকের সূক্ষ্ম তিল।


অামি কিটস্-শেক্সপিয়ার-শেলী-ব্রাউনিং পাঠ করা স্বঘোষিত এক অখ্যাত কবি,
তাই প্রণয়িনীহীন জীবনে সাহিত্যকাশে উঠাতে পারি না প্রেমের কবিতার নব রবি,
যদি অ্যানের সুরে অষ্টাদশী গায় 'প্রিয় তুমি পদ্মা নদীর শান্ত স্রোতের হংসবলাকা',
সাহিত্যের অসীম ভুবনে কবিতার অক্ষরে অক্ষরে গড়ে তুলবো প্রেমের অট্টালিকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.