![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কসমিক ট্র্যাভেলার, মহাজাগতিক মুসাফির।
আমার স্বহস্তে অঙ্কিত স্বপ্নকুঞ্জ
আজ বাহির থেকে খিল মারা,
আমি অন্ধকার এ প্রকোষ্ঠে বন্দি
বেঁচে থাকা দায় আলো ছাড়া।
নীলাম্বরীর বুকে উড়ানো ঘুড়ি
আজ পেরিয়ে গেছে মহাশূন্য,
আমি নাটাই হাতে দাড়িয়ে একা
আলোহীন এ বেলা তিমির অরণ্য।
আজিকার এই ঘোর অমানিশায়
আলো ছাড়া এ ঘর যেন কারাগার,
রক্তনালীর অন্ধকার গলিপথ ধরে
চোরাগোপ্তা হামলা আসে বারবার।
যামিনী ফুরিয়ে প্রভাত এসেছে
পূব আকাশের ঊষার আগমনে,
অন্ধকার এ প্রকোষ্ঠ মাতিয়ে রাখি
আলোর ছোঁয়া পাওয়ার দিন গুণে।
-জিসান আহমেদ,
মতলব দক্ষিণ, চাঁদপুর।
[প্রথম প্রকাশঃ ৩০ শে মে, ২০১৭]
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৪
জিসান অাহমেদ বলেছেন: অাপনাদের ভাল লাগাই অামার লেখনীর অনুপ্রেরণা।সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
জুনিয়ার ব্লগার বলেছেন:
খুব সুন্দর কবিতা।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫
জিসান অাহমেদ বলেছেন: থ্যাংক ইউ
৩| ৩০ শে মে, ২০১৭ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: আলো আসবেই। তারপর যেতে হবে বহুদূর।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬
জিসান অাহমেদ বলেছেন: অালো অাসবে, অাশা সেতো মরীচিকা।ভালবাসা নিবেন।
৪| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:৫১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগলো। অভিনন্দন
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭
জিসান অাহমেদ বলেছেন: অাপনাদের ভাল লাগাই অামার লেখনীর অনুপ্রেরণা।অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:২৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাহ,কবিতার কথা ও ছন্দ ভালো লেগেছে।কবিতা সম্পর্কে জ্ঞান কম বলেই আর বেশি কিছু বলছি নাহ।