![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কসমিক ট্র্যাভেলার, মহাজাগতিক মুসাফির।
তিমির বিদারী আলো
শূন্যে মিশে একাকার,
অশ্রুবারি শুকিয়ে প্রায়
লোনা জলের পারাবার।
চারিদিক তমস কালো
তাই ‘এই আলো’ ডাকি,
একটুখানি পিছনে দেখি
মরীচিকা দিয়েছে ফাঁকি।
মুষলধারের বৃৃষ্টির নৃত্য
স্বাগত জানায় অশ্রুনীর,
ব্যাঙের ঘ্যাঙরঘ্যাঙ সুর
জয়োল্লাসে ছুঁড়ছে তীর।
মিথ্যাভাষিনী নয় তবুও
একটি মিথ্যা ‘ভালবাসি’,
একটি বছরের অনুরাগের
একটি মিথ্যাতেই ফাঁসি।
-জিসান আহমেদ,
মতলব দক্ষিণ, চাঁদপুর।
[প্রথম প্রকাশঃ ২ জুন, ২০১৭, ফেসবুকে।]
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১
জিসান অাহমেদ বলেছেন: দারুণ মন্তব্য :-D
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:১০
Al Rajbari বলেছেন: আরেেেেবা-!!
