| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার আর মানুষের শরীর; আলোতে দ্যাখা যায়-
জীবনের পুরো সময় ভীষণ ভয়াবহ,
আমাদের পুরো সংসার আর ওরা, ভীষণ একা!
জীবনের অর্ধেক সময় সঙ্গম নিরাশায় ঘরবাধি।
মানুষের স্বপ্ন কেঁচোদের শরীরের মত মিহি,
বরশি'তে গেঁথে চলে যায় মাছের পেটে!
সুখদের ছুঁতে চাই বহুবার-
একবার ভালবাসতে চাই;
জীর্ণ হৃদয়ে কানামাছি খেলব,
বহুবার আমায় ধরতে পারবে-
সময়ের কাছাকাছি এসো না,
সময় এখন প্রতিবিম্ব শয়তান।
এই সময়কে মধ্যযুগীয় গুণীদের সাথে মেপে ফিরি-
নিকটে যে সময়,সেটা আমার না।
তোমার খোঁপায় বেদনাকে গেঁথে রেখো না,
আমি নির্বাক জলের শাপলা এনে দিবনি-ততক্ষণে!
©somewhere in net ltd.