| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় সেইসব বিস্ময় - বিস্ময়ের মাঠ জুড়ে ফেরিওয়ালার ছন্দে অন্তরঙ ,
প্রজাতির উড়ে যাওয়া;
জীবনের ঢের মেলামেশা আজ সজনের ডালে গিয়ে জন্ম নিয়েছে -
স্ফীত,
জীবনের যত লেনাদেনা - স্মৃতিগুলো অভিনব পুরুষের মতন কল্পকাহিনী।
দুটি জীবন অন্যত্র রেলগাড়ির মত
লালমনি -
রাত হ'লে এসে পৌঁছে দেয়
কোথায় চলেছ জড়িয়ে ধুলো পায়ে?
মা আর ছেলেও ভোলেনি তো পুরণো গোসলের বেলা
এখন সময় শুধু দু'হাত গালে তুলে রোদের অবছায়া
কোথায় হারিয়ে গিয়েছ সে সব বিস্ময়ের মাঠ ধরে;
শুয়ে আছি মাঠের পরে একাকী ড্রেনে -
অন্ধকারে ,
মাটির গর্তের জড়োসড়ো ব্যাঙের মতন।
©somewhere in net ltd.