নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার-এইসব লম্বা লম্বা কথার লম্বা লম্বা গিট হ\'বে একদিন,তুমি দেখে নিও

সাদেক আহমেদ সজীব

সাদেক আহমেদ সজীব › বিস্তারিত পোস্টঃ

ধীরে ক্ষয়

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯



আমি বোধহয় সে'ই, যার কেবল মরে যাওয়ার সুযোগ হয় উদাসী দ্রোহে,
পিছলায়ে পরা নরম ঘাসের দৌড়

আমি হয়তো সে'ই- যাকে কোলাহলে গিলে খায় মদদত্ত
গ্রীবার অস্ফুট ব্যথায়-

নোনা নোনা খেলা চলে গ্রামে গ্রামে,
ও'কার লাশ বাথানে শুয়ে আছে- ফড়িং তার ঘাড় কোণে ব'সে হেঁটে হেঁটে বেড়ায়?

কিছু শুনিতেছে কী- সে-
এই এপ্রিলে- বিনা মৃত্যু'তে?
আকাশে ঘিরে রয়েছে তাল লয়,তাহা ভেসে বেড়ায় অনাদর মেঘ বর্ষণে- ছুটাছুটি

কাছাকাছি এ'সে,

তারপর শিলায় ঝরে।

পাখির পালকে মোড়ানো অন্ধকার- যেনো অন্ধকারের ভেতর শু'য়ে থেকে বলছি-

অচেনা সারাদিন, কেউ পাশে থাকবেনা

অমন খয়েরি বিকেলে, পিপাসার লালাভ চোখে-,
হলুদের সন্ধ্যা মুখে ক'রে- দেহের ক্লান্তি চাইব নিঠুর

একা ডিপকল সঠানে বসে- একাছাদের তলে,
পাহাড়ায় একা প্রহরি মুখে লয়ে গায়

তোমারি প্রেমের গান- বাথানে বাথানে জমজমাট স্বরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.