| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ শরীর আমার না- তবুও কবে যেন আসিয়া বলেছিলে তিমিরে মাঝামাঝি ব'সে
পৃথিবীর প'রে,
তবু-তুমি আমারে ছাড়াই জীবন অগাধ শুয়ে রবে মাঠে মাঠে ঘাসের বিছানায়
একদিন- আমাদেরও মাঠ চোষে বেড়ানোর কথা হয়েছিল কোন এক অঘ্রাণের রাতে
তোমার ঠোঁটের কোণে একটা বিষফোঁড়া উঠেছিল আমি চলে আসার পর-ই
জানোনি তুমি;
কিংবা জানার ভান করেছিলে খড় পাতা আর ঝাপসা রাতের আহ্বানে
সে ব্যথা কেমন পুড়িয়েছিল আমায়
সেদিকে তাকায়নি আর-
অনেক প্রেম কেটে গেছে কোলাহলে ফুটপাতে
প্রেমের বিছানায় তবু শান্তি এলো না দ্বিধায়
পৃথিবীর পরে এসে তবু একই কথা- গোটাপৃথিবীর কোনদিন কোন ঘুম হয়নি,
থাকবেনা আয়ুর শেষ- জীবনেরে মাপিয়াছি;
এইখানে নীলবেদনার রোদন- ভালবাসিয়াছি অনেক অনেক দিন আগে থেকে
খড় পাতা আর অঘ্রাণের রাতের আহ্বানে- যখন ধূসর ঘুঘু
মাঠে নেমে আসে খুটে খেতে, পৃথিবী বুড়ো হয় সাথে; শরীরও।
©somewhere in net ltd.