| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেতে যেতে , মহিষের খামারের পাশ দিয়ে
বন পেরিয়ে , ঝর্ণার তলদেশের পাথরের ঝলকানো চিৎকার খরায় -,
- খাল - বিল , আঁকাবাকা ডুলু নদী , পুকুর শুকিয়ে যাচ্ছে -
পরগাছাদের আদিম পায়ের স্পর্শে - জীবিত অথবা মৃত ;
সকলকেই জ্যান্তবাঘে চিবিয়ে খেতে পছন্দ করে
উহাদের'ও - যারা পায়ের পথে প্রেম রচনা করে বেড়ায় নির্বিঘ্নে ।
একাকী পুকুরের সিঁড়ি ঠেলে - বাঘ মহিষ সকলেই ,
একসাথে নামবে , তৃষ্ণায় - স্নানে ;
এইরকম খরা প্রতিবেশিদের চ'লে আসছে।
©somewhere in net ltd.