| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের পাড়ায় আছে ছোট ছোট ঘর
ঘরের ভেতর - খাবার বাটি ,
আছে ছোটখাটো ফল।
আমাদের আছে ভাল্লুকের মতো আঙুল ;
জলের বিছানা।
ঘোমট দিনের মাঝামাঝি ঝলকানি আলো
পথে বিছিয়ে থাকা আঙুলের ছাপ -
কার বাড়ি যায় - কার ঘরে রয়
ঘরের ভেতর ভিজে যাওয়া রঙিন গামছা ঝুলে রয় ।
মেঘের আষ্টেপিষ্টে পলায়িত ঈশ্বরের কোমল দাঁড়িতে সংহতি -
আশ্রয় ।
©somewhere in net ltd.