নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ তুমি কার?

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

আওয়ামীলীগ ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, চেয়েছিল শাহাবাগের তরুণ প্রজন্মের গণজাগরণকে কাজে লাগিয়ে নির্বাচনি বৈরিতা পার হতে। ক্ষমতার মসনদ পাঁকাপোক্ত করতে।চেয়ে ছিল এই জাগরণকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ফেরি করে বাকশাল কায়েম করতে। আজ যখন কতিপয় ভন্ড কাটমল্লাদের লংমার্চ দেখছে, এখন একই উদ্দেশ্য নিয়ে তাদের দিকে ঝুঁকেছে। আওয়ামীলীগ আসলে কাদের পক্ষে? আমি বলবো, মুক্তিযুদ্ধের চেতনা কিংবা ধর্মীয় মূল্যবোধ এসবকিছুই তাদের কাছে ভণ্ডামি, তারা আসলে বেশ্যার মতো। ক্ষমার জন্য যে কারো বিচনাতে শুতে পারে।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

নষ্ট ছেলে বলেছেন: দুই-একজন ভাল মোল্লার নাম বলুন?

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

আহমদ জসিম বলেছেন: আমার বাবা ভাল মৌলভি ছিলেন, ছিলেন ধার্মীক। একই ভাবে আমার অগ্রজ ধার্মীক এবং কমিউনিষ্ট

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

জেনারেশন সুপারস্টার বলেছেন: এটুকু অন্তত বলা যায় যে এদেশে গণমানুষের সাথে সম্পর্কযুক্ত কোন দল যদি থাকে তবে সে আওয়ামীলীগ।বাকীরা সব দলছূট এবং আওয়ামীবিরোধী।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

আহমদ জসিম বলেছেন: জনগণ আওয়ামীলীগ করে বলেই, তারা জনগণের সাথে এত প্রতারণা করার সুযোগ পায়। তবে আর বেশি সময় নাই।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: ভাই ধার্মিক আর কমিউনিস্ট কি সবসময় একসাথে যায়?

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

আহমদ জসিম বলেছেন: প্রকৃত কমিউনিস্ট আর প্রকৃত ধার্মীক ভাই ভাই।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

সত্য কথা বলি বলেছেন: আঢ্ছা ভাই,আপনি কি জানেন ধার্মিক কাকে বলে?আর সমাজতন্ত্র কাকে বলে?

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

আহমদ জসিম বলেছেন: মাজতন্ত্রিরাই ধার্মীক।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

নায়করাজ বলেছেন: জ্ঞানী লোকদের আলাপ শোনেন : https://soundcloud.com/bristi-balika/sets/hib

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

আহমদ জসিম বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

নষ্ট ছেলে বলেছেন: একজন ভাল মোল্লার নামও আপনার জানা নাই তাই বাপের নাম কইয়া চালাইয়া দিলেন! দেশের মানুষ চিনে এমন একজন আলেমের নাম বলার সাহস আপনার নাই।
একই সাথে ধার্মিকও আবার কমুনিস্টও =p~ =p~ =p~
মাইরালা আমারে মাইরালা......

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

আহমদ জসিম বলেছেন: দেশের মানুষে নাম জানতে হবে এমন শর্তের কথাতো আপনে আমারে বলেন নায়, তাইলে বলতাম মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাম।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

শয়ন কুমার বলেছেন: ফায়ারম্যান বলেছেন: যখন গোলাম আযম সহ জামায়াত নেতাদের বিচার শুরু হল ,

শিবিরের একটাই কথা ,এরা আমাদের নেতা ।এদের মুক্তি চাই । তারা একটি বারও বুঝতে চাইলো না ,এরা জামায়াত নেতা হলেও রাজাকাদের সর্দার ।

আবার যখন ,ইসলাম বিদ্বেষী ব্লগাররা গ্রেফতার হলো ,সুশীল সমাজ আর গনজাগরন তাদের মুক্তি চায় । তারা একবার ও বুঝতে চাইলো না এরা তাদের সহযোদ্ধা হলেও ইসলামের শত্রু ।

ব্রেইন ওয়াশে কেউ কারো চেয়ে কম না ...

যুদ্ধাপরাধীদের বিচার যেমন চাই, র্ধমাপরাধীদেরও বিচার তেমনি জোরালোভাবে চাই.....

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

আহমদ জসিম বলেছেন: যুদ্ধাপরাধের বিচার চাই, নাস্তিকদের যুক্তিদিয়ে খারিজ করতে চাই।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

জেনারেশন সুপারস্টার বলেছেন: ফায়ারম্যান একথাটা কোথায় বলেছেন লিংকটা দেওয়া যাবে?পোস্টটা দেখতে মন চাচ্ছে......

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

শয়ন কুমার বলেছেন: শাহরিয়ার কবির আর নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুরা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত লংমার্চ প্রতিরোধে হরতাল দিয়ে জ্বলন্ত উনুনে ঘি ঢাললেন। এ কেমন রাতের ষড়যন্ত্রের রাজনীতি।এ দেশে যখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে নির্মমভাবে হত্যা করা হলো তখন তাদের প্রতিবাদে হরতাল ডাকা দূরে থাক, রাজপথে মিছিল করতেও দেখা যায়নি। যখন আজকের প্রধানমন্ত্রীর ওপর ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হলো তখনো তাদের প্রতিবাদমুখর হয়ে রাস্তায় নামতে দেখা যায়নি সেভাবে। বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরিতে তার বিরুদ্ধে প্রচণ্ড আক্রোশ নিয়ে যারা লেখালেখি করেছিলেন তাদেরই একজন শাহরিয়ার কবির। এককালের চীনা বাম শাহরিয়ার কবিররা বঙ্গবন্ধু হত্যার পর জাতির জীবনে নেমে আসা অন্ধকার সময়ে কী ভূমিকা রেখেছিলেন তা তিনি ভুলে গেলেও মানুষ ভোলেনি। আজ সরকারের ছায়ায় থেকে পুলিশ প্রহরায় হেঁটে রাতের বেলা হরতাল ঘোষণা করে যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার নেপথ্য কারণ আগামী দিনে অবশ্যই উদঘাটিত হবে। কোন অদৃশ্য শক্তির ইশারায় কোন মতলবে সরকারের কাঁধে দায় চাপিয়ে এই হরতাল ডেকেছেন কার স্বার্থ উদ্ধারের জন্য তা উন্মোচিত হবেই।এ অবস্থায় হরতালকারীরা রাতের হরতালের ষড়যন্ত্রের কর্মসূচি দিয়ে দেশকে সংঘাতের পথে হাঁটার উসকানিটাই দিলেন। তারা যেন চাইছেন হেফাজতে ইসলামকে ধর্মপ্রাণ মানুষকে বিএনপি-জামায়াতের সঙ্গে ঠেলে একাকার করে দিতে।আর রাতের হরতাল দিয়ে তারা কেন সংঘাতের পথ উসকে দিলেন?

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

আহমদ জসিম বলেছেন: যে দু,জনের নাম বললেন তারা দু'জনেই আওয়ামী পন্থি বুদ্ধিজীবী হিসেবে সমাজে পরিচিত।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

শয়ন কুমার বলেছেন: @জেনারেশন সুপারস্টার Click This Link

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

আহমদ জসিম বলেছেন: আস্তিক হলেই সে হেফাজতিদের মতো নাস্তিদের বিচার চাইবে এমন কোন কথা নেই। সে হয়তো যুক্তি দিয়েই নাস্তিকদের খারিজ করে দিবে। যেটা ইসলাম ধর্মসম্মত।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শয়ন কুমার বলেছেন: @জেনারেশন সুপারস্টার Click This Link

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

আহমদ জসিম বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.