![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়শা বেগম, চট্টগ্রামের এক গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কর্মরত।টিভি সেটের সামনে বসে মৃত্যুর মিছিল দেখছিল আর আর কান্নায় চোখের জলে বুক ভাসাচ্ছিল। সহকর্মিদের এমন মৃত্যুর মিছিল দেখে তার ভিতরে কেমন রাগ ক্ষোভ আর ঘৃণা জন্মনিল এটা সেই ভাল জানে।তবে মখা আলমগীরের কথা শুনে তার বিষ্পরিত রূপ আর প্রতিক্রিয়াটা শুনুন, ১/ জুতার মধ্যেই ভালকরি গুমাখি দুই গালে দুইডা বারি দিতে পারতাম মনের খাইসটা মিটতো।২/ বেড়ারে সেপটি ট্যঙ্কিতে চুবায়া মারনের কাম।৩/ বেড়া কোন স্কুলে পরছে, ঠেইল্যা বিল্ডিং ফেলনের মতো এমন বেকুবের কথা কয়।সবশেষ আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে, আচ্ছা ভাই হাসিনা এমন পাগল ছাগলরে মন্ত্রী দিল কা? আমি কোন কথা না বলে চলে গেলাম। কারণ একথার জবাব যে আমার জানা নেই।
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
কে বা কারা বলেছেন: হাসিনার কথাগুলো মিডিয়ায় হাইলাইট হয়নি। মখা শুধু একটা কথা বলেছে। কিন্তু হাসিনা শ্রমিকদেরকে চোর বানিয়েছে; খালেদা জিয়ার যাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে বলেছে এবং বলেছে রানার সাথে যুবলীগের কোনো সম্পর্ক নেই। সে শুধু বলেই যাচ্ছে একটার পর একটা।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০
আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০
আহমেদ রিজভী বলেছেন: ঢাকাবাসী বলেছেন: ছাগলরা ছাগলদেরই পারিষদ হিসেবে পছন্দ করে! তারা ভাল বিষ্ঠা ভক্ষন করতে পারে।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
আহমদ জসিম বলেছেন: সমমত।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
জাহাজ ব্যাপারী বলেছেন: উদ্ধারকারীরা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী!?
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
আহমদ জসিম বলেছেন: পুরা দেশটাইতো ভাই আওয়ামীলীগের বাপের সম্পত্তি।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
শফিক১৯৪৮ বলেছেন: হস্তিনা সংসদে ভিতরে বাইরে সারাক্ষনই মিথ্যা কথা বলতে ভালবাসেন।
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
আহমদ জসিম বলেছেন: ভালবাসেন।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭
বিশ্বাস করি 1971-এ বলেছেন: ওর নতুন নাম জানেন না? মখাচোদা!
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
আহমদ জসিম বলেছেন: এটা কি আপনার দেওয়া নাম?
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
বিশ্বাস করি 1971-এ বলেছেন: নারে ভাই! কই যেন শুনছিলাম! কেন? নামটা পছন্দ হয় না?
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩
আহমদ জসিম বলেছেন: ঠিক বুঝি নাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
ঢাকাবাসী বলেছেন: ছাগলরা ছাগলদেরই পারিষদ হিসেবে পছন্দ করে! তারা ভাল বিষ্ঠা ভক্ষন করতে পারে।