![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো কোন নাস্তিককে কোরান পোড়াতে দেখিনি, যেভাবে হেফাজতিরা পোড়ালো। আমি কোন কোন নাস্তিকে এই ভাবে লুটপাঠ করতে দেখিনি যে ভাবে হেফাজতিরা স্বর্ণে দোকান লুঠ করলো। আমি কখনো কোন নাস্তিককে এই ভাবে ধর্মকে অবমাননা করতে দেখিনি যেভাবে হেফাজতিরা ধর্মের কথা বলে পুরো রাজধানী জুড়ে তান্ডবলিলা চালালো।ভুলে গেলে চলবে না, বর্তমান সরকারে সাথে আমার নীতিগত বিরোধ থাকতে পারে, সেই বিরোধ থেকে সরকারের প্রতি আমার ঘৃণা, রাগ ক্ষোভ থাকতে পারে। আমি বলতে পারি এই সরকার আমার নয়, কিন্তু কেউ কী আছেন যে বলবেন এই দেশ আমার নয়? মুখে না বলুক অন্তরে যারা বিশ্বাস করে এই দেশ আমার নয়, তারাই এভাবে দেশের সম্পদ ধ্বংস করতে পারে, এই দেশ দ্রোহি কখনো ধার্মীক হতে পারে না। কারণ দেশ প্রেম ঈমানের অঙ্গ।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২৩
আহমদ জসিম বলেছেন: দয়া করে আওয়ামীলীগের মতো কোন ফ্যাসিস দলের কর্মি হওয়ার অপবাদ দিবেন না। সত্যকে মানুষ কান্ডজ্ঞান দিয়ে বুঝতে পারে।
২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২৮
মদন বলেছেন: আসলে হেফাজত বেটাদের নাস্তিক ঘোষনা দিতে হবে। দরকার হলে শুধু মতিঝিল নয়, পুরেো বাংলাদেশের লাইট নিভিয়ে তাদের নিধন করতে হবে।
ভাই হেফাজতিদের কোরআন পোড়ানোর ছবি/ভিডিও থাকলে একটু শেয়ার করেন, তাহলে তাদের মুরতাদ ঘোষনা করতে আরো সুবিধা হবে।
০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৮
আহমদ জসিম বলেছেন: আমি এই ভাবে নিধনের পক্ষে না। মনে রাখতে হবে এই রকম চরম বৈষম্যমূলক সমাজেই অন্ধ দর্শনের জন্ম দেয়।
৩| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: আসলে হেফাজত বেটাদের নাস্তিক ঘোষনা দিতে হবে। দরকার হলে শুধু মতিঝিল নয়, পুরেো বাংলাদেশের লাইট নিভিয়ে তাদের নিধন করতে হবে।
ভাই হেফাজতিদের কোরআন পোড়ানোর ছবি/ভিডিও থাকলে একটু শেয়ার করেন, তাহলে তাদের মুরতাদ ঘোষনা করতে আরো সুবিধা হবে।
০৮ ই মে, ২০১৩ রাত ৯:৩০
আহমদ জসিম বলেছেন: নাই, মিড়িয়ার খবরে দেখেছি।
৪| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১
সামুরাই হান বলেছেন: আপনি কি হেফাজতকে কোরআন পোড়াতে দেখেছেন ???
০৮ ই মে, ২০১৩ রাত ৯:৩১
আহমদ জসিম বলেছেন: জি, টিভি চ্যানেলের খবরে।
৫| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪১
মাইন রানা বলেছেন: ভাই হেফাজতের কোন কোন কর্মীরা হেফাজতের কোন কোন নেতার হুকুমে এই কাজ করেছে তাঁর প্রমাণ হিসেবে ছবি, ভিডিও দেন।
মিডিয়ার কথা শুনে বলবেন না প্লিজ!
মিডিয়ায় দুই পক্ষের বক্তব্যই এসেছে।
০৮ ই মে, ২০১৩ রাত ৯:৪১
আহমদ জসিম বলেছেন: সকল মিড়িয়ার কথা শুনে সত্য বের করতে হবে যুক্তি আর বিবেচনা দিয়ে।
৬| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৯
এ সামাদ বলেছেন: এসব আর ভাল্লাগে না।
০৮ ই মে, ২০১৩ রাত ৯:৪৭
আহমদ জসিম বলেছেন: সত্যিই ভাললাগে না।
৭| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৫২
যোগী বলেছেন: হেফাজতিরা কখনোই মুসলিম না। সো জাস্ট কিক দোজ মুনা ফেক।
০৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৬
আহমদ জসিম বলেছেন: অসাধারণ পোষ্ট, পড়লাম এবং প্রিত হলাম।
৮| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৪
কয়েস সামী বলেছেন: টিভি চ্যানেলেতো পুড়ানোর মুহুর্ত দেখলাম না ভাইজান। লিংক দিয়েন।
০৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৮
আহমদ জসিম বলেছেন: বায়তুল মোকারমের সামনে হেফাজতিদের কর্মসূচি থেকে তবে কোরান পোড়ালো কোন জানোয়ার?
৯| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
Avey hvixd বলেছেন: দেশ প্রেম ঈমানের অঙ্গ।
এ বাক্যটি কোন হাদীস গ্রন্থে পেয়েছেন তা জানাবেন আশাকরি।
আপনি গল্প ও প্রবন্ধ লেখেন সমস্যা নাই কিন্তু তাহক্বীক ছাড়া কোন বিষয়কে ঈমানের সাথে সংশ্লিষ্ট করা কি ঠিক?
১০| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২
আহসান২২ বলেছেন: toke kn abal gosona kora hobe na writ kra toke prothom pathai julano houk.
১১| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
সামুরাই হান বলেছেন: বা্ইতুল মুকাররমের সামনে হেফাজতের কর্মসূচি পালনে বাধা দেয় কুত্তালিগ...সুতরাং ঘপলা ইজ দেয়ার আর কোন টিভিতে কোরআন পোড়ানোর দৃশ্য দেখানো্ হয় না্ই দেখাইছে পোড়ানো কোরআন বুঝলেন !!
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪
আহমদ জসিম বলেছেন: হেফাজত ধর্ম নিয় ব্যবসা করে তাই এই গোষ্ঠীকে নিষিদ্ধ করার দাবি করছি।
১২| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪৬
ইসটুপিড বলেছেন: .....এখানেগুতান
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৮
সাধারণ মুসলমান বলেছেন: আপনি কি স্পটে ছিলেন, নাকি সরকারের বন্ধ না করা পত্রিকা এন্ড চ্যানেলস থেকে জেনেছেন? হেফাজতের নামে পীগ আর ষিবিরের কাজ চালানেন না প্লিজ। পাবলিক কেন যেন দিন দিন বেকুব হয়ে যাচ্ছে। না বরং পাবলিক ঠিকই বুঝতেছে, আপনি/আপনারা বোধহয় অন্ধ আওয়ামি সাপোর্টার।