![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, ঠিক তেমনে হেফাজতিদের মতো নালায়েক ধমান্ধদের দিয়ে ধর্ম রক্ষা হয় না। মাংশ হিসেবে ছাগলের মাংশের যেমন একটা আলাদা মূল্য আছে ঠিক সেই ভাবে ভোটের রাজনীতিতে এই হেফাজতিদের একটা মূল্য তৈরি হয়। তার আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ/বিএনপির কাছে নিজের মূল্যটা বাড়িয়ে দেওয়ার জন্যই ১৩দফার নাম করে এত ধানায় ফানায় করছে। ধর্ম তাদের কাছে মুখোশ মাত্র। আমাদের উচিৎ এই বক ধার্মীকদের মুখোশ উন্মোচন করা।
০৮ ই মে, ২০১৩ রাত ১০:০০
আহমদ জসিম বলেছেন: ধর্ম রক্ষা স্বয়ং আল্লাহপাক রাব্বুল আলামিনেই করবেন। আমেন
২| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:০৪
আলোকন বলেছেন: চুচিলরা আজ থেকে ইমামতি, জানাযা, বিবাহ ও অন্যসব ইসলামি কাজে নেতৃত্ব দিবেন আশা করছি
০৯ ই মে, ২০১৩ রাত ৯:০৭
আহমদ জসিম বলেছেন: ঈমামদের সুশীল হতে কোন বাঁধা নেই।
৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:০৩
সাইফুল ইসলাম নিপু বলেছেন: মোমের মানুষ বলেছেন: ধর্ম হেফাজতকে দিয়ে রক্ষা করতে হবে না আপনার মত শুচিলরাই ধর্মের ধারক বাহক
০৯ ই মে, ২০১৩ রাত ৯:০৯
আহমদ জসিম বলেছেন: ধর্ম কারো বাপের সম্পর্ত্তি না, এটা ব্যক্তি মানুষের বিশ্বাস।
৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:১১
মাহিরাহি বলেছেন: ভাই, কোরবানী বিষয়ে একটি বিকল্প প্রস্তাব ছিল বোধহয় আপনার।
০৯ ই মে, ২০১৩ রাত ৯:১৯
আহমদ জসিম বলেছেন: জি, আমার।
৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:১২
মাহিরাহি বলেছেন: ইসলাম নিয়া বোধহয় খুব চিন্তিত।
০৯ ই মে, ২০১৩ রাত ৯:২০
আহমদ জসিম বলেছেন: ধর্মব্যবসায়ীদের উপদ্রব দেখে চিন্তাতো করতেই হয়।
৬| ০৯ ই মে, ২০১৩ রাত ১:২০
মুহসিন বলেছেন: কোরআন শরীফ রক্ষার দায়িত্ব আল্লাহতাআলা নিয়েছেন, সেই রেফারেন্স পেয়েছি। কিন্তু ইসলাম রক্ষার দায়িত্বও তিনি নিয়েছেন এটা কোথাও পাচ্ছিনা। দয়া করে কোন রেফারেন্স হিসেবে কৈারআন শরীফ/ হাদীস শরীফ/ বা প্রথিতযশা কোন আলেমের লেখা বইয়ের নাম বললে ভালো হয়। তাহলে আর সন্দেহ থাকেনা, এতো প্রশ্নও উদ্ভব হয়না। এতো হিসাব নিকাশও থেমে যায়।
০৯ ই মে, ২০১৩ রাত ৯:২১
আহমদ জসিম বলেছেন: কোরান রক্ষা হলে ইসলামও রক্ষা হবে, আপনে নিশ্চিত থাকেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৪
মোমের মানুষ বলেছেন: ধর্ম হেফাজতকে দিয়ে রক্ষা করতে হবে না আপনার মত সুচিলরাই ধর্মের ধারক বাহক