![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুন্নি সাহ এমন করছে কেন? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে মনে পড়লো বিজ্ঞানি আইস্ট্যাইন-এর একটা উক্তি।তিনি বলেছেন, মানবিক দায় বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে।এই পুজিঁবাদী শিক্ষার কাজেই হলো উৎকৃষ্টমানের শ্রমদাস তৈরি করা।মুন্নি সাহ যে আচরণগুলো একজন সংবাদিক হিসেবে করছেন এটা তার কর্পোরেট মিড়িয়া শিক্ষার প্রতিফলন।তিনি মানুষ হিসেবে যদি তার আচরণগুলো প্রত্যক্ষ করতে তবে তিনি নিজেই ঘৃণা করতেন।এই কর্পোরেট মিড়িয়াই তাকে শিখিয়েছে, মানুষ নয় খবরেই হচ্ছে বড়।যত বড় খবর তত যশ তত খ্যাতি, তত বেশি সংবাদ বাণিজ্য।তাই বলছিলাম যারা মুন্নি সাহাকে গালাগালি করছেন, তারা দয়া করে ব্যক্তি মানুষকে গালাগালি দেওয়ার আগে সমাজ চরিত্রটাকে একটু বিচার করে দেখবেন।
১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৩
আহমদ জসিম বলেছেন: তার জানা না জানা বলে কিছু নেই, খবরের রুচি তৈরি করে মিড়িয়া।
২| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০
বড় কঠিন বলেছেন: সহমত
১২ ই মে, ২০১৩ রাত ১১:৩৪
আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৫১
অর্ধমৃত সাকিব বলেছেন: তার কাছে মানুষ কে কুকুর কামড়ালে সেটা খবর নয়,তবে কুকুর কে মানুষ কামড়ালেই তিনি অনুভুতি জানতে ব্যস্ত হয়ে পড়েন।