![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় বলে যত গর্জে তত বর্ষে না, আমরা মাহাসেনের গর্জন না শুনলেও শুনলাম মিড়িয়ার গর্জন।মহাসেন আসে নাই, এতে বড় বাঁচা বেঁচে গেছে সাধারণ মানুষ, তবে বড় ক্ষতি হয়েগেল মিড়িয়ার, খবর বাণিজ্য খুব বেশি দূর গেল না।মহাসেন তার বিধ্বসী ক্ষমতা নিয়ে দেশের উপর আঘাত করলে মিড়িয়ার জন্য অনেক সংবাদের খোরাক হতো।মিড়িয়া, দুই দলে বাগ হয়ে, এক দল দেখাতে পারতো সরকারে ব্যর্থতা আরেক দল সফলতা। আরো বেশি ক্ষতি হলো শাসকশ্রেণীর রাজনীতিকদের, মনে আছে বিএনপির সময় ফালু ত্রাণের টিন দিয়ে নিজের কারখানা বানিয়ে ছিল, আরেক জন খয়রাতি সাহায়্যের গম দিয়ে কবুতর পোষতো। এভাবে তালিকা আরো দীর্ঘ করা যায়। সেদিকে না গিয়ে বলবো, মহাসেনের ঘা দেখিয়ে বিদেশ থেকে সাহাজ্য আনা, এবং সেই সাহাজ্যের অর্থ ক্ষতিগ্রস্তদের না দিয়ে নিজেরাই লুটপাঠ করে খাওয়ার একটা সুযোগ হারালো ক্ষমাসিনরা।আর খেতে না পারার যন্ত্রনা থেকে সরকার বিরোধী সমালোচনা করে বেড়ানোর এবং নির্বাচনের জন্য জনমত গঠনের সুযোগ থেকে বঞ্চিত হলো বিরোধী দল।
১৭ ই মে, ২০১৩ রাত ১:১২
আহমদ জসিম বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ১৬ ই মে, ২০১৩ রাত ৮:০০
চানাচুর বলেছেন: ঠিক
১৭ ই মে, ২০১৩ রাত ১:১৩
আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ।
৩| ১৬ ই মে, ২০১৩ রাত ৮:২৭
ববিজী বলেছেন: সরকার দলের নেতারাও রিলিফ চুরি করতে পারবেনা বলে আরো বেশী দুঃখিত।
১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৯
আহমদ জসিম বলেছেন: জি, মন খারাপ।
৪| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:১৫
পৌষ বলেছেন: গতকাল সন্ধ্যার সময় আবহাওয়া অফিসের পরিচালক সাহেব সাংবাদিকদের বলেছিলেন মহাসেন এতো শক্তিশালী ঝড় হবে না। আপনারা এত মাতামাতির করিয়েন না। (যখন বিভিন্ন চ্যানেল লাইভ দেখাচ্ছিল ঐ ব্রিফিং তখনকার মতামত)কিন্তু কে শোনে কার কথা????
১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০০
আহমদ জসিম বলেছেন: ওরা কারো কথা শুনে না।
৫| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:২৪
মুহাই বলেছেন: চরম !আহারে সাংঘাতিক ভাইরা কী নিয়া নিউজ করবে এখন!
১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০১
আহমদ জসিম বলেছেন: এই পোড়া দেশে সংবাদের অভাব নেই।
৬| ১৭ ই মে, ২০১৩ রাত ১:২৭
নিয়ামুল ইসলাম বলেছেন:
১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০১
আহমদ জসিম বলেছেন: হা হা হা।
৭| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৫৯
হানিফ রাশেদীন বলেছেন: ভালো যে তেমন কিছু হয় নি।
১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০২
আহমদ জসিম বলেছেন: জি, হয়নি।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
তাহিতি তাবাসুম বলেছেন: সহমত।