![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(লেখাটা লিটন চন্দ্র ভৌমিকের ফেইসবুক স্ট্যাটাস থেকে নেওয়া)
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পোশাক শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক মানের করার দাবী প্রসঙ্গে বলেছেন - "তা হলেতো তাদের বেতন আমার বেতনের সমান হয়ে যাবে"।।
আবুল মাল ভাই,
বহিঃবিশ্বে শ্রমিকদের আলাদা বেতন-স্কেল আছে। অর্থনীতির জন্য শ্রমিকরা খুব গুরুত্বপূর্ণ।।
কিন্তু ভাঁড়/ক্লাউনদের জন্য কোন নির্দিষ্ট বেতন-স্কেল নেই। অর্থনীতিতে তারা গুরুত্বহীন ।।
আর 'ভাঁড়ামি' পেশাটাও পড়তির দিকে। তারা লোক হাসিয়ে মাতিয়ে কাতুকুতু দিয়ে যা পায় তা।।
তাই শ্রমিকদের আন্তর্জাতিক পে-স্কেল অনুযায়ী বেতন দেন।
আপনার রাষ্ট্রীয় বেতন বন্ধ করুন।
আপনাকে আমরা 'ভাঁড়ামি'র জন্য যার যা খুশি পে করবো ।।
২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৯
আহমদ জসিম বলেছেন: লিটনকে ধন্যবাদ দেন।
২| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:১৩
ঢাকাবাসী বলেছেন: এই ভাড়কে বখশিস দিলেই তো হয়, বেতন দেয় কেন? এর কোন অবদান রাস্ট্রের জন্য আছে বলে তো দেখিনা।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৮
আহমদ জসিম বলেছেন: ঠিক এই কথাই আমাদের লিটন চন্দ্র ভৌমিক বলতে চেয়েছে।
৩| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৩৯
খাটাস বলেছেন: মাল বোঝে নাই বাংলার চোদ্দ কোটি মানুষ , যেই দলেরই হোক, সবাই মালের ভাঁড়ামিতে মুগ্ধ হয়ে বিড়ির খরচ বাচিয়ে হলে প্রত্তকে মাল কে ৫ টাকা দিতে সম্মত হয়ে যাবে। মাল কে গার্মেন্টস কর্মীর বেতনের সমান বেতনের আক্ষেপ আর করতে হবে। মাল আমাদের জাতীয় সম্পদ।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩
আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন, হাসি নাকি সর্বরোগের মহাঔষোধ।
৪| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:২৫
অকপট পোলা বলেছেন:
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩
আহমদ জসিম বলেছেন: হা হা হা।
৫| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৩
অকপট পোলা বলেছেন: শালা আসলেই একটা ছোটোলোক!!! শকুন যতোই উপরে উড়ুক তার নজর থাকে ডাস্টবিনের পচা গলিত শবের প্রতি!
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩
আহমদ জসিম বলেছেন: শত ভাগ সত্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৬
মিলন মো রাকিব বলেছেন: ঠিক কথা