![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা জিনিস খেয়াল করলাম, দর্শকরা ভারতীয় টিভি চ্যানেল দেখে সিরিয়াল নাটকের জন্য আর দেশি চ্যানল দেখে টক শো’র জন্য। দুইটারই শেষ পরিনীতি হচ্ছে শূন্য স্থিতি। তবুও দর্শক ধরে রাখার জন্য তাদের প্রচেষ্টার কমতি নেই। যেমন আজকে একটা টিভি চ্যানেলে দেখলাম, নানা স্থান থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন, নুরুল কবির, বাসদ নেতা খালেখুজ্জামন, আ’লীগ নেতা অধ্যাপক আবু সাঈদ আর মাফুজ উল্লাহ।কোন সন্দেহ নেই অধিকাংশ প্রশ্নকর্তার প্রশ্নে এই নষ্ট নারজনীতির দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার আখাঙ্খাই প্রতিফলিত হয়েছে। তবুও প্রশ্নের ধরণ দেখে রাগে ক্ষোভে আমার শরীর রি রি করে উঠেছে।এত সস্তা, অগভীর, অন্তঃসারশূণ্য প্রশ্ন, যেন কোন শিশু খেলার ছলে তার বাবার কাছে জানতে চায়ছে, গরুকে গরু বলে কেন?’আমরা এমন রাজনৈতিক জ্ঞানশূন্য বলেই, শাসকশ্রেণী আমাদের উপর এমন ফ্যাসিবাদী শাসন কায়েম করতে পারে, দেশকে ভাবতে পারে স্বামী আর বাপের তালুক। সত্যিই যদি এই ফ্যাসিবাদী রাজনীতির দুষ্টচক্র থেকে আমরা বেরুতে চায়, তবে আমাদের কান্ডজ্ঞান একটু বাড়ানোর প্রয়োজন আছে বইকী।
২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
আহমদ জসিম বলেছেন: চমৎকার বলেছেন ভাই, আমার পোস্ট থেকে আপনার কমেন্টা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
২| ২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৫
ঢাকাবাসী বলেছেন: এদেশে শিক্ষিতের হার ২০% এর বেশি হবেনা!
২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
আহমদ জসিম বলেছেন: কারো সনদ থাকলেই সে শিক্ষিত হয়ে উঠে না, সবার আগে দরকার কান্ডজ্ঞানের। পুরা জাতি যেন কান্ডজ্ঞানের সংকটে ভুগছে।
৩| ২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৭
রাফা বলেছেন: প্রশ্নের ধরন কিংবা উদাহারণ না দিয়ে আপনিওতো আহাম্মকি করলেন।
নাকি আপনার ধারণা সবাই ঐ টকশোর দর্শক ছিলো?
প্রমাণ করলেন আপনি নিজেও একই প্রকৃতির মানুষ।
২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫
আহমদ জসিম বলেছেন: আপনার কাছ থেকে এই ভৎসনা আমার প্রাপ্য, সেই সাথে স্বীকার করছি আমার জ্ঞানের সিমাবদ্ধতাকে।তবে আমার সিমাবদ্ধ জ্ঞান কখনও এই প্রশ্ন করবে না,
কে বেশি নিরপেক্ষ, শেখ হাসি না, নাকি কে এম, হাসান?
৪| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
অকপট পোলা বলেছেন: রাফার সাথে কিছুটা একমত। বর্ননা না দিয়ে শুধু গালি দেওয়ার জন্য পোস্ট দেয়াটা স্টুপিডিটি।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭
আহমদ জসিম বলেছেন: হজম করলাম, তবে আমার ধারণা উদাহরণটাই প্রশ্নের বুঝাির জন্য কাজ দিবে।
৫| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
এম আর ইকবাল বলেছেন:
কোন টক শো আমি দেখি না ।
নিজেকে আতেল বলে মনে হয়না ।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮
আহমদ জসিম বলেছেন: টক শো দেখার সাথে আতেলের সম্পর্ক? ঠিক বুঝলাম না।
৬| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০১
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Hasan hssina dujone...
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৭
খেয়া ঘাট বলেছেন: কয়েকটা প্রশ্নের নমুনা না দিলেতো কিছুই বুঝা যাচ্ছে না।
০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৩
ভোরের সূর্য বলেছেন: আমিও আপনার সাথে একমত। আমারও ওদের প্রশ্ন শুনে মেজাজ গরম হয়ে গিয়েছিল।বিশ্ববিদ্যালয় পড়ুয়া আবার তারা নাকি ডিবেটিং সোসাইটির সদস্য!! অথচ ওদের প্রশ্ন শুনে মনে হয় ওরা শিশু।অথবা ওরা দেশে থাকেনা তাই বাংলাদেশের রাজণীতি বিষয়ে কোন ধারণা নাই!!!