![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজওয়ানা হাসান এদেশের সাধারণ মানুষদের কেউ নন। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে আইনি লড়াই করেন, বিদ্যমান কাঠামোর মধ্যে থেকে, অতএব রাষ্ট্রও তার শত্রু নয়। একজন পরিবেশ আইনজীবী হিসেবে আন্তর্জাতিক মহলেও তার পরিচিত আর গ্রহণ যোগ্যতা ব্যাপক। এ-কথাও সত্য যে, রেজওয়ানার স্বামীকে শেষ পযর্ন্ত- উদ্ধার করা না গেলে আন্তর্জাতিক মহল থেকেই চাপ তৈরি হবে। এতকিছু মাথায় রেখেই অপহরণ কারিরা তাকে অপহরণ করেছে। এতেই আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠে, গুম, অপহরণ আর ক্রসফায়ারের নামে আমাদের দেশে একটা গোষ্ঠী কত শক্তিশালী হয়ে উঠেছে।এ-যেন শাসকের অভ্যন্তরে আরেক শাসক দল!
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১২
দ্যা লায়ন বলেছেন: গুম হয়ে যাওয়া মানুষ ফিরে আসলেও সমস্যা না আসলেও সমস্যা
ঘটনাটা নিয়ে অনেকেই অনেক রকম ভাবছে, অনেকেই রহস্য বলছে কিন্তু সেটা কি হতে পারে? লেখক কি কিছু ভাবছেন রহস্য নিয়ে?
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৬
ফারদীন নিশ্চিন্ত বলেছেন: গুম হয়ে ফিরে আসাটা কিছুটা অস্বাভাবিক।
৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
চূড়ান্ত বিচারে রিজওয়ানা গং সরকার তথা স্ট্যাবলিশমেন্টের বিপক্ষের শক্তি হিসাবে বলা যাছে না।
পরিবেশবাদিদের পক্ষে সুপ্রিম কোর্টের 'আসিয়ানসিটি বাতিল' রায় ও ধানমন্ডি মাঠের আওয়ামী ছত্রছায়ায় জবরদখলকারি অবকাঠামো নির্মানকারিদের বিরুদ্ধে রিজওয়ানাদের শক্ত ভাবে মামলা লড়ে পক্ষে রায় আদায়।
এই দুটি বহুল আলচিত ইস্যুতে রিজওয়ানা হাসান গণমানুষের পক্ষেই।
Click This Link
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩০
আহমদ জসিম বলেছেন: আবার ধরুণ, বহুজাতিক কোম্পানী সেবরনের জন্য মামলা লড়ে, সিলেটের লাওয়্যাছড়া বন ধ্বংসের চুড়ান্ত ব্যবস্থা করে তিনি চুড়ান্ত ভাবে গণদুশমেনর তালিকায় নিজের নাম লিখে নিয়েছেন।
৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০২
ইসপাত কঠিন বলেছেন: কক্সবাজারে হোটেল স্থাপন করতে গিয়ে বেলা তথা রেজওয়ানার পরিবেশজনিত আপত্তির সম্মুখীন হয়ে অতঃপর কোটি টাকা সম্মানী (!) দিয়ে পরিবেশ ভালো হয়ে আপত্তি বাতিল হওয়ার ঘটনা কোনকালেই ঘটেইইইইই নি।
৬| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪৩
ইসটুপিড বলেছেন: .....এখানেগুতান
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪১
ঢাকাবাসী বলেছেন: তিনি উদ্ধার না পেলে কিছুই হতোনা, দুএকদিন চেচামেচি ব্যাস! এটা রহস্য মনে হয় অন্য কোথাউ!