![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাস মালিকরা তাদের ক্রীতদাসদের নূন্যতম খাবার টাবার দিয়ে বাঁচিয়ে রাখতো, নিজেদের অর্থনৈতিক স্বার্থে। আর আধুনিক যুগের মালিকরা তাদের বিত্তদের হত্যা করতে চাই। কারণ মানুষের সংখ্যা যত কম হবে পুরো দেশটাকে গিলে খেতে তাদের সুবিধা হবে। কথাগুলো বলছিলাম স্ত্রীকে। পাঁচ বছরে এই লুটেরা সরকার স্রেফ বিদ্যুতের মূল্য বাড়িয়েছে তিনগুণ। উত্তরাধিকার সূত্রে চট্টগ্রাম শহরে পাঁচ কাটা ভূমির মালিক আমি। সামত্ব নেই এপার্টমেন্ট করার, ইচ্ছা নেই ভূমি দস্যু রিয়েলস্ট্যাট কোম্পানির হাতে ভূমির মালিকানা ছেড়ে দেওয়ার, তাই বাদ্য হয়ে কিছু খুপরি ঘর বানিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে বাড়া দিয়েছি, এটাই আমার একমাত্র আয়ের পথ। নিয়ম অনুযায়ী এই ধরনের ঘরের গ্যাস, বিদ্যুৎ, আর পানির বিল বাড়িওয়ালাকেই বহন করতে হয়। চোখের সমনেই দেখছি, এই বিদ্যুতের মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষগুলো কেমন ক্রমশ নিঃস্ব হয়ে পড়ছে। আর আমরা যে ক-জন বাড়িওয়ালা বিবেকের তাড়নায় লুটেরা সরকারের সাথে পাল্লা দিয়ে বাড়ি ভাড়া বাড়াতে পারছি না, তারা কেমন ক্রমশ নিঃস্ব হয়ে যাচ্ছি। পাঁচ বছর আগে যে বিদ্যুতের মূল্য ছিল ৩২০০টাকা আজ সেটার দাম হয়েছে ৯৬০০টাকা। শোনা যাচ্ছে আরেক দফা বাড়ছে বিদ্যুতের দাম। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে। এবার শরীরে রক্ত বেচে কুইকরেন্টাল মালিকদের মুনাফার জোগান দিতে হবে।
২০ শে জুন, ২০১৪ রাত ১:৩১
আহমদ জসিম বলেছেন: শতভাগ খঁাটি কথা।
২| ১৮ ই জুন, ২০১৪ রাত ৮:৩৭
ঢাকাবাসী বলেছেন: শাসক শ্রেনীর জন্য বীরবিক্রমে টাকা যোগার করতে হবেই! কোত্থেকে তা জানার দরকার নেই। ভাত নেই তো পোলাও খাও!
২০ শে জুন, ২০১৪ রাত ১:৩১
আহমদ জসিম বলেছেন: একদম ঠিক বলেছেন।
৩| ১৮ ই জুন, ২০১৪ রাত ৯:২৯
দিপ্২৪ বলেছেন: “চলব, নইলে দেশ থেকে বাইর হইয়া যা”-শাসক শ্রেনী।
২০ শে জুন, ২০১৪ রাত ১:৩২
আহমদ জসিম বলেছেন: যথাত্ব।
৪| ১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫৩
ভুয়া প্রেমিক বলেছেন: এক এক পয়সার হিসাব একদিন বাংলাদেশের মানুষ নিবে
৫| ১৮ ই জুন, ২০১৪ রাত ১১:২৯
গাধা গরু বলেছেন: আপনার এত বড় সাহস ঘাড়ে কয়টা মাথা?
এখনই রাজাকার ট্যাগ খাবেন। কি হপে?
ভাড়া ১০ গুন বাড়লেও হাম্বারা মহান, স্বাধীনতার স্বপক্ষের লোক, সমালোচনা করা যাবে না।
৬| ১৯ শে জুন, ২০১৪ রাত ২:২২
নতুন বলেছেন: দেশের দায়ীত্ব বিদুতের উতপাদন বাড়ানো...
এখন দেশের টাকা দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে বিদুত কিনছে ....
৭| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
ইসটুপিড বলেছেন: কিরে দশবার কইরা একপোস্টের রিপোস্ট না চুদায়া থাকতে পারস, না? বিচি খাউজায়, না?
৮| ২৫ শে জুন, ২০১৪ রাত ৮:০০
সাহাদাত উদরাজী বলেছেন: সত্য কথা।
৯| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯
মহাসাধক বলেছেন: অবাধ তথ্য প্রবাহের এই যুগে বিদ্যুৎ এর দাম সারা বিসশের কোথায় কেমন, সহজেই জানা যায়। জেনে কথা বলি। ১৮ টাকা বেতন দিয়ে ৯০ সালে স্কুলে পড়ছি, এখন কেন বেশি হবে আমাদের এই মানসিকতা হাস্যকর।
৪৫০ টাকায় যে গ্যাস ঢাকা চট্টগ্রাম বাসী এত বছর ব্যবহার করছে। বাকী এলাকার মানুশ গুলো সিলিন্ডারের কেমন দাম দেয় সেটা খোঁজ নিন। এই বোইশম্য দূর করার জন্য গ্রিহস্থালী গ্যাসের দাম বাড়ানো উচিত। কই সেই কথা ত কোন দিন কারো মুখ দিয়ে বের হয় না। ঢাকা চট্টগ্রাম বাসী মনে করে তারাই শুধু বাংলাদেশ।
১০| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২
মহাসাধক বলেছেন: বাড়ি ওয়ালারা নিঃস্ব হচ্ছে বিশ্বাস হতে চায়না।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৪ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে। এবার শরীরে রক্ত বেচে কুইকরেন্টাল মালিকদের মুনাফার জোগান দিতে হবে
এবার বিল আসছে গত মাসের ৩ গুন!!!! মাথায় হাত! ব্যবসা বানিজ্য বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে!!!!!!!!!!!!!!!!!