নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

দল কানা বুদ্ধিজীবীদের বুদ্ধির নমুনা দেখুন!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

বুদ্ধিজীবীদের বলা হয় জাতির বিবেক। আর সেই বুদ্ধিজীবীরা যদি দল কানা হয়ে অন্ধের মতো আচরণ করছে, তবে ধরে নিতে হবে পুরো জাতিই আসলে অন্ধকারে আছে । না, এমন মানুষ পোড়ানোর খেলা দেখে বুদ্ধিজীবীরা চুপ নেই। তার মানববন্ধন করছে, কলাম লিখছে আর টক শো করছে। কিন্তু এর সবগুলোই যেন ধরি মাছ না ছোঁয় পানি! সংকটের মূল কারণ উদ্‌ঘাটনের ন্যূনতম চেষ্টা নেই। কেউ যেন বলছে না, সংকটের মূল কারণ ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। যেই ক্ষমতাই আসুক আর সেটা থেকে সরতে চায় না। বিএনপি পাগলা কুত্তা হয়ে গেছে ক্ষমতাই যাবার জন্য, আর আওয়ামীলীগ ক্ষমতা ধরে রাখার জন্য। কোন কোন বুদ্ধিজীবী মতে গণতন্ত্র মুক্তি দিয়েছে জেনারেল জিয়া! কতটা দল কানা হলে পরে একজন সামরিক শাসকে গণতন্ত্রের মুক্তিদাতা ভাবতে পারে বুদ্ধিজীবীরা একবার ভেবে দেখুন! আবার কারো মতে ৭৫-এর ১৫ আগস্ট পর থেকে গণতন্ত্র ধ্বংস হয়েছে। মুজিব শাসন কাল চোখে না দেখলেও ইতিহাস পাঠ থেকে জানি, সময়টা মোটেও সুখের ছিল না।৩০ হাজার বিরোধী দলের কর্মী হত্যা, সিরাজ সিকদারকে ক্রসফায়ার করা তো সেই সময়ের ইতিহাস।জাসদ নেত্রী শিরিন আখতারের একটা সাক্ষাৎকারে পড়ে ছিলাম লক্ষ্মী বাহিনী তার পিতাকে কি নির্মম ভাবে হত্যা করেছেন। এখনতো তিনিও শাসকদের হালুয়া রুটির ভাগীদার। তাই এইসব দল কানা বিবেক বর্জিত বুদ্ধিজীবীদের ছুঁড়ে ফেলে জনগণ থেকে বুদ্ধিজীবী তৈরি প্রক্রিয়া শুরু করতে হবে।




মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

হারানো পথ বলেছেন: সঠিক বলেছেন !!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

জুলহাস খান বলেছেন: দল কানা বুদ্ধিজীবীদের সমালোচনা করতে গিয়ে নিজেই চরম দল কানার পরিচয় দিয়েছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৩

আহমদ জসিম বলেছেন: দায়ত্বজ্ঞানহীন মন্তব্য।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বুদ্ধিজীবি সাংবাদিক নামের কুলাঙ্গার টিভি টকশোবাজ!
বইসা বইসা কট কট কইরা বোমাবাজি সমর্থন! আর চাইপ্পা ধরলে কয় -
"এরা সরকারি দলের লোক"

এদের পাছা প্রেট্রোল দিয়ে জালিয়ে দেয়া উচিৎ!
যাতে আর ৬ মাস যাতে পাছা মেইল্লা বইতে না পারে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৭

আহমদ জসিম বলেছেন: একদম খাটিঁ কথা।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৯

এম. রহমান বলেছেন: বুদ্ধিজীবীর খাতায় নাম লেখালেই কি বুদ্ধিজীবী হওয়া যায়? ওইসব তথাকথিত বুদ্ধিজীবীদের টকশো দেখলেই বমি বমি ভাব এসে পড়ে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২

জুলহাস খান বলেছেন: দায়ত্বজ্ঞানহীন পোস্ট

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯

আহমদ জসিম বলেছেন: আমি হলে দায়ত্বজ্ঞানহীন পোস্টে মন্তব্য করতাম না।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: -----------মানববন্ধন করছে, কলাম লিখছে আর টক শো করছে। কিন্তু এর সবগুলোই যেন ধরি মাছ না ছোঁয় পানি! সংকটের মূল কারণ উদ্‌ঘাটনের ন্যূনতম চেষ্টা নেই। কেউ যেন বলছে না, সংকটের মূল কারণ----------------


তাই এইসব দল কানা বিবেক বর্জিত বুদ্ধিজীবীদের ছুঁড়ে ফেলে জনগণ থেকে বুদ্ধিজীবী তৈরি প্রক্রিয়া শুরু করতে হবে।

++++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১২

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

আহলান বলেছেন: টক শো তে আসা বুদ্ধিজীবিদের সবাই যে জ্ঞ্যানী তা নয়, তারপরেও তারা জ্ঞ্যানী হবার যে ভাবটা করে, সেটা দেখে খুব মজা লাগে .... ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৩

আহমদ জসিম বলেছেন: আমারও

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩

দেশী ম্যান বলেছেন: আমার বাসার দাড়োয়ানও একটা বুদ্ধিজীবী

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৬

আহমদ জসিম বলেছেন: তাই নাকি

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: তরুন যুবসমাজ রাজনীতি তে না আসা পর্যন্ত এ থেকে মুক্তি নেই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

আহমদ জসিম বলেছেন: একদম সত্য কথা। রাজনীতি সমাজ নিয়ন্ত্রন করে, সমাজ সুষ্ঠ হলে, এমন প্রতারণা থাকবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.