![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মৃত্যুর খেলা শুরু করে ছিলে তোমরা, ভেবে ছিলে সন্ত্রাস দমনের নামে সন্ত্রাসী জন্ম-দিয়ে অন্যরে সম্পদ দখল করবে, হত্যা করবে অন্যদেশের নাগরিক, কিন্তু আজ ভাগ্যের পরিহাস, যে আইএস, তালেবান, বোকাহারাম নামে ভাইরাসের জন্ম তোমরা দিয়েছিলে সেই ভাইরাসে তোমরা নিজের নাগরিকরাই আক্রান্ত। গাদ্দাফিকে হত্যা করেছ, হত্যা করেছ সাদ্দামকে, তারা মরে অমর হলো, সন্ত্রাসী লেলিয়ে দিলে সিরিয়ার বিরুদ্ধে, তারা লড়াই করছে বীরের মতো করে। আজ শত শত নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকেও তোমরা হয়ে পড়ছ নিরাপত্তাহীন। তবে আপসোস, যারা মরছে তাদের এই যুদ্ধে কোন স্বার্থ নেই, বরং তারাই শেষ পর্যন্ত নিরাপদে থেকে যাচ্ছে, যারা এই যুদ্ধ জন্ম দিচ্ছে। তাই যথাত্বই বলেছেন, এই যুগের শ্রেষ্ঠ বিপ্লবী ফিদেল কাস্ত্রো, আমেরিকা আর ইসরাইল এর যৌথ প্রকল্পর নাম আইএস!
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
আহমদ জসিম বলেছেন: মনে হয়তো তাই।
২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে আপসোস, যারা মরছে তাদের এই যুদ্ধে কোন স্বার্থ নেই, বরং তারাই শেষ পর্যন্ত নিরাপদে থেকে যাচ্ছে, যারা এই যুদ্ধ জন্ম দিচ্ছে।
++++
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ বিদ্রোহি ভূখণ্ড ভাই
৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
আগে বা পরে, শিয়া, সুন্নী ও কুর্দদের যুদ্ধ হওয়ার কথা ছিল। ফিদেল ছোট্ট কিউবায় যা করেছে, আরবে তা সম্ভব নয়; আরবরা অন্য মানুষ।
ফিদেল রাশিয়ার সাহায্যে বেঁচেছিল, তাই আসল পৃথিবী দেখে নাই।
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
আহমদ জসিম বলেছেন: শুধু জাতি নয়, প্রত্যেক মানুষও পরস্পর নির্ভরশীল, তবে রাশিয়ার মৃত্যু হলেও কিউবা এখনও বেৎচে আছে।
কিউবা দীর্ঘজীবী হোক। আমেন
৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২
ফ্রিটক বলেছেন: আমেরিকা আর ইসরাইল,এই দুইটার কারনে াচকোর আইএস। সুন্দর বলেছেন
৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১
আরণ্যক রাখাল বলেছেন: খারাপ বলেননি|
লিঙ্কটা দেবেন মূল বক্তব্যের?
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
আহমদ জসিম বলেছেন: Click This Link
লিংকটা দিলাম
৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
আরণ্যক রাখাল বলেছেন:
৭| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৭
ইহসান আকসার মাহমুদ বলেছেন: http://www.ahmadiyyabangla.org/
https://www.alislam.org/
৮| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৪
গেম চেঞ্জার বলেছেন: এইসব বুলি আওড়ে লাভ হবে না। লাভ হবে যদি মুর্খদের সচেতন করার কোন উপায় বের করা যায় তবেই!!
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬
আহলান বলেছেন: ওবামা বলেছেন আই এস এর জন্মের কারণ বুশ ....! থলের বেড়াল বেরোতে শুরু করেছে কি?