নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

এই তিনটি অভিনব প্রতারণা প্রত্যক্ষদর্শী আমি!

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

একদল নারী, পাড়াতে ঘুরে ঘুরে কোকারেজ আর হাড়ি পাতিল ফেরি করে, দাম চায় অস্বাভাবিক, এটা আসলে একটা কৌশল, আপনাকে রাগিয়ে দেওয়ার কৌশল, রাগের বসে কিছু একটা করে বসলেন তো কামখতম, যতদূর জানা যায়, এরা হলো লোকেল মাস্তান আর স্থানিয় থানার যৌত প্রযোজনার ফসল, সুট -টাই পড়া সাহেব, রিকশাই বসলো, গন্তব্যে যাবার পর, একটা শতি নোট চালকের হাতে দিয়ে বলল, টাকা ভাঙতি আন, চালক ভাঙতি নিয়ে ফেরার পর দেখল রিকশা উদাও, এই দলের গডফাদার হয় ক্ষমতাসীন দলের বড় নেতারা, আর এদলের সুবিধা ভোগী হচ্ছে পুলিশের উধ্বতন কর্মকর্তারা। হঠাৎ পুলিশ আপনাকে চেক করার জন্য থামাল, আইনগত ভাবে চেক করার অধিকার কিন্তু পুলিশের আছে, আপনেও বেশ স্বস্তিততে, কারন আপনে জানেন, আপনা কাছে অবৈধ কিছু নেই, মাগার পুলিশ চেক করার পর আপনার পকেট থেকে আবিষ্কার হচ্ছ ৫১ পিচ ইয়াবা। ইয়াবা ব্যবস্যারর সাথে যুক্ত কারা এটা আমরা জানি, তবে এই আবিষ্কারের ব্যবস্যা সম্বভত পুলিশের নিজস্ব।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১

ওমেরা বলেছেন: প্রথম টা বুঝতে পারি নাই । ধন্যবাদ

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

আহমদ জসিম বলেছেন: ওরা নানা উস্কানিমূলক কথা বলে আপনাকে ক্ষেপিয়ে দিবে, তখন াপনে রাগের বসে চড় - থাপ্পড় দিয়ে বসবেন, তখনেই শুরু হবে আসল খেইল!

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:




আপনি কালের সাক্ষী

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

আহমদ জসিম বলেছেন: এটা ব্যক্তিগত মন্তব্য

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুলিশের সাহায্য প্রার্থনা করলে
নিশ্চয়ই সে আপনাকে অসহায় ভেবে
সুবিধা আদায় করবেই, (তবে সব পুলিশ এক নয়)

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

আহমদ জসিম বলেছেন: পুলিশের কাছে সাহায্য প্রার্থনা! হা হা হা

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: এই রকমই তো হচ্ছে।

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

আহমদ জসিম বলেছেন: না হলে আমি বললাম কীভাবে?

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

আবু তালেব শেখ বলেছেন: পুলিশের নামে বেশি বদনাম দিয়েন না খবর করে দিবেনে

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

আহমদ জসিম বলেছেন: যারা চুপ করে আছেন, তারা কতটা নিরাপদ?

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রতারণার বিচিত্র রূপ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

আহমদ জসিম বলেছেন: ঠিক তাই

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

জনৈক অচম ভুত বলেছেন: প্রতারকদের যে সৃজনশীলতা, তা যদি তারা ইতিবাচক কাজে ব্যয় করত, তাহলে দেশের চিত্র বদলে যেত।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

আহমদ জসিম বলেছেন: এই সমাজ তো মানুষের ভালো কাজে উৎসাহ দেয় না

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অবাক করার মতো হলেও বিশ্বাসযোগ্য তথ্য দিলেন। দুশ্চিন্তারও বিষয়। নাগরিক অধিকার গেলো কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.