![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়স হয়েছে, তাই কথাবার্তা একটু সংযোত ভাবে বলা উচিত, কিন্তু, যে অসভ্য, বর্বর আর জানোয়ারে শাসনে বসবাস করছি, চায়লেই সবসময় নিজেকে সংযোত রাখতে পারি না, ধরুন মিড়িয়া বলছে, আন্দালনরত শীক্ষার্থীদের অবরোধ থেকে, ভিসিকে মুক্ত করেছে, ছাত্রলীগ! কেন, ছাত্রলীগ কেন মুক্ত করবে? এদেশের পুলিশরা কী সব বাল ফেলানোর কাজে ব্যস্ত ছিল? আমাদের করের টাকায় পুলিশের বেতন দেওয়া হয় কী প্রয়োজনে সময় বসে বসে হস্তমৈথুন করার জন্য! আমার দৃঢ় বিশ্বাস, সময় সবসময় একই রকম থাকবে না, ৭১ -এর রাজাকারের মতো এই নব্যরাজাকারদেরও একদিন বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে!
২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
আহমদ জসিম বলেছেন: যারা নীরব আছে তারাও তো নিরাপদে নেই, বরং একটু প্রতিবাদ করেই মরি
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩
শাহাদাত নিরব বলেছেন: ভিসি কে উদ্ধার করতে গেলে তো আর ১০০/৫০০/১০০০ টাকার নোট পকেটে আসবে না বরং রাস্তায় দাঁড়িয়ে সাধারন হকারদের কাছ থেকে কিছু আদায় করাই শ্রেয়।
হায়রে পুলিশ ছোট বেলায় যেই বাহিনী কে দেখে ভয় পেতাম আজ তাকে ৫০০ টাকার ১ টা নোট দিয়ে ৫ টা গালি দিচ্ছি ।
২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
আহমদ জসিম বলেছেন: ভাগ্যের নির্মম পরিহাস !
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
হাঙ্গামা বলেছেন: পুলিশ আর ছাত্রলীগে কোথায় পার্থক্য?
ছাত্রলীগ হচ্ছে সাদা পোশাকধারী আর পুলিশ হচ্ছে পুলিশের পোশাকধারী ছাত্রলীগ।
একজনের সুখে দুখে আরেকজন পাশে থাকে।
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯
আহমদ জসিম বলেছেন: কথা সত্য
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২
শাহিন বিন রফিক বলেছেন: জবাব নাই আপনার!
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
আহমদ জসিম বলেছেন: কেন বলুন তো
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: উত্তেজনা হার্টের জন্য ক্ষতিকর, ভায়া!
ইতিহাসের পুনরাবৃত্তি যেন! যা শুনছেলিাম বিশ্বাস করতে মন চাইত না! এবার তারা ডিজিটালী প্রুফ দিয়ে দিচ্ছে-
ইতিহাস মিথ্যে নয়!
শান্ত হোন।
২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬
আহমদ জসিম বলেছেন: বক্তব্য পরিস্কার নয়
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: বক্তব্য পরিস্কার নয় !
দেকি!
এতো আপনার বোঝার কথা! আপনিতো আর নব্বইয়ের প্রজন্ম নন!
৭২ এর বাকশাল, লালঘৌড়া দাবরানী! একমাত্র দল এবং তার বাইরে কোন মত সহ্য না করা! ভীন্নমতের হাজার হাজার মানুষ গুম, খুন, আহত করা, সহ প্রশাসনিক ব্যার্থতা, লুটপাট, ইতিহসােসর সকল পাঠই যেন ির টেলীকাষ্ট হচ্ছে!
আশা করি এবার বক্তব্য পরিষ্কার !
২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫০
আহমদ জসিম বলেছেন: এবার বক্তব্য পরিস্কার হলো
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২
সাইন বোর্ড বলেছেন: সাবধান ! এবার অাপনার গুষ্ঠিশুদ্ধ যেন উদ্ধার না করে ছাড়ে...