![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদার বিচারের রায় আসন্ন, ধারনা করি তাঁর শাস্তি হবে, ধারনার পেছনে অভিজ্ঞতাই কাজ করছে, আমরা এমন এক দেশে বাস করি, যেখানে সাধারণত বিচারের রায় হয়, সরকারের ইচ্ছার প্রতিফলন, আর সরকার তো চায়, বেগম জিয়ার যাতে সাজাটা ঠিকটাক মতো হয়, এতে তাদের যে স্বার্থটা কাজ করে তা হলো, সরকারের ধারনা, বেগম জিয়া জেলে গেলে বিএনপি ধ্বংস হহয়ে যাবে, আদপে এটা হবার সম্বভনা নেই বললেই চলে, কারণ আমরা এমন এক রাজৈনতিক সংস্কৃতিক সমাজে বসবাস করি যেখানে নেতা মারা গেলে নেতার বউ অথবা সন্তান সেই শুন্যস্থান দখল করে, আবার বউ ছেলে না থাকলে সে জায়গাটা দখল করবে নাতি -নাতনিরা, এই ভাবেই চলতে থাকবে। এটা হচ্ছে অনেকটা পিরতন্ত্রের মতো। যে কথা না বললেই নয়, তা হলো, দুর্নীতিটা আসলে আই ওয়াশ, আলীগ -বিএনপির মতো বুর্জোয়া দলগুলো ক্ষমতায় আসে হচ্ছে জনগনের সম্পদ লুট করার জন্য,খালেদা জিয়া দুর্নীতি করেছে এআর নতুন কী। আসল কথা হলো রাজৈনতিক প্রতিপক্ষককে দমন করা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৩
আহমদ জসিম বলেছেন: না ভাই, এটা শুধু বাংলাদেশের ব্যাপার নয়, ভারত পাকিস্তানের মতো দেশেও এই পরিবারতন্ত্র চালু আছে
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪২
আবু তালেব শেখ বলেছেন: সঠিক বলেছেন। তবে ক্ষমতাসীন দল চায় একেবারে গোড়া থেকে নির্মুল করতে বিএনপিকে। বিএনপিও কম চেষ্টা করেনি আওয়ামীলীগ কে এই কায়দায় ফেলতে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৮
আহমদ জসিম বলেছেন: এই দুদলের যে কোন একটি বিলোপ হলে, অন্যটিও বিলোপের মুখোমুখি দাঁড়াবে, কারন এরা একে অন্যের পরিপূরক
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
আজকে কি আপনি জিয়া এতিমখানা থেকে পোষ্ট লিখেছেন?
১ কোটী লোকের বিচার না হয়ে, যদি ১ জনের হয়, সেটাও খারাপ?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪
আহমদ জসিম বলেছেন: বিচার যদি রাগ কিংবা বিরাগের কারনে হয়, তবে সেটা খুব খারাপ
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪
কলাবাগান১ বলেছেন: হওয়া উচিত convicted but no jail time (probation)
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
আহমদ জসিম বলেছেন: কী হওয়া উচিত?
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: উত্তরধিকারের রাজনীতি বাংলাদেশে প্রবল।একে কে থামাবে?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭
আহমদ জসিম বলেছেন: জনগণের রাজনৈতিক চেতনা।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮
সাইন বোর্ড বলেছেন: সাজা হবে এটা নিশ্চিৎ, অাগের সব বিতর্কিত রায় দেওয়া হয়েছে সরকারী ছুটির অাগের দিন, এটাও তাই, অার ধর-পাকড় তো অলরেডি শুরু হয়ে গেছে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮
আহমদ জসিম বলেছেন: রাজনৈতিক চতুরতা
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৪
শাহিন বিন রফিক বলেছেন: এই খেলা শেখ হাসিনার চেয়ার টানও দিতে পারে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮
আহমদ জসিম বলেছেন: হতে পারে
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
বিজন রয় বলেছেন: বাংলাদেশ বলেই সেটা সম্ভব।