![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই রাজনৈতিক অস্তির সময়, সদ্য পাঠ শেষ করলাম, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। পড়তে পড়তে ভাবছিলাম, এদেশের রাজনৈতিক লড়াই সংগ্রামের এক অনন্য দলিল, এই মহামূল্যবান গ্রন্থটি কী, তাঁর দলের বর্তমান নেতা -কর্মিরা পড়েছেন? যদি পড়েও থাকেন, তবে তবে তারা কী বঙ্গবন্ধুর লড়াই সংগ্রাম থেকে কোন প্রকার শিক্ষা নিয়েছেন? মনে হয়না নিয়েছেন বলে, শুধু বর্তমান সময়ের নেতা -কর্মির কথাই বলছি কেন, খোদ বঙ্গবন্ধুই বা তাঁর দীর্ঘ লড়াই সংগ্রামের সারসংকলন করেছেন, যদি করতেন, তবে তাঁর এই বিপুল জনপ্রিয়তা এত দ্রুত ধ্বংস নামতো না, নিশ্চয়। এইগ্রন্থ আমাকে একটা ব্যাপার ভালো করেই বুঝিয়ে দিয়েছে, সেটা হলো, রাজনীতিতে ব্যক্তি সততার কোন মূল্যই নেই, যদি দার্শনীক সঠিকত্ব না থাকে, বঙ্গবন্ধুর সমগ্র জীবনে নিপীড়িত দরিদ্র মানুষের জন্য আমরা একটা হাঁহাকার সবসময় দেখি, অথচ তিনি শেষ পর্যন্ত এদেশের লুটেরা শোষকদের প্রতিনিধি হয়েই থাকলেন! এটা ব্যক্তি বঙ্গবন্ধুর সীমাবদ্ধতা নয়, বরং তাঁর রাজনৈতিক দর্শনের সীমাবদ্ধতা। ভুলেগেলে চলবে না, নিমগাছে তো আর মিষ্টি রস আশা করতে পারি না।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৮
আহমদ জসিম বলেছেন: ভরসা করার জন্য ধন্যবাদ
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
আবু তালেব শেখ বলেছেন: সবচেয়ে বড়কথা শেখ সাহেব বাংগালি জাতির মুক্তিদাতা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২
আহমদ জসিম বলেছেন: আমি এই কথার বিরুধীতা করি নাই।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
শিখণ্ডী বলেছেন: রাজনীতিতে ব্যক্তি সততার কোনও মূল্যই নেই বাহ দারুণ উপলব্ধি
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০
আহমদ জসিম বলেছেন: আর্দশ ভুল হলে সততা কী কাজে আসে, বলুন?
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১
Sujon Mahmud বলেছেন: বড় নীতি রাজনীতি
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
আহমদ জসিম বলেছেন: তাই নাকি, জানতাম না তো
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
আপনি কি ব্লগে শুধু লিখেন, নাকি অন্যদের লেখা পড়েনও?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
আহমদ জসিম বলেছেন: ব্যক্তিগত প্রশ্ন করেন কেন? আমি কী কখনও আপনার কছে জানতে চাইছি, আপনে কোন দল করেন।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, সেদিনই প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়েছে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
পড়েছেন, ভালো; এখন আপনার থেকে মুল্যবান রাজনৈতিক ধারণা পাবো সামনের দিন গুলোতে!