![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ক’দিন আমি ঘুরেফিরে বিএনপি-জামাত জোটের বেশ ক’জন আঞ্চলিক নেতার সাথে কথা বলেছি। সবার কাছেই আমার প্রশ্ন ছিল একটা, আর তা হলো: আওয়ামীলীগ তো, রাষ্ট্র ক্ষমতা জবর দখল করে রেখেছে, সুষ্ঠু নির্বাচন হলে আজ আপনারাই ক্ষমতাই থাকতেন,এই জবর দখলের বিরুদ্ধে আপনারা কোন আন্দোলনেই গড়ে তুলতে পারছেন না, কেন?
সকলের জবাবগুলো ছিল মোটামুটি এই রকম: ভাইরে, হামলা, মামলা, পুলিশি অত্যাচারের ভয়ে মানুষতো রাজপথেই নামতে পারছে না। আমার পাল্টা প্রশ্ন: এরশাদ তো একই রকম অত্যাচার করেছে, তখন কেন মানুষ রাস্তাই নেমেছে? উত্তর: এখন মানুষ সুবিধাবাদী হয়ে গেছে, রিক্সে যেতে চায়না। প্রশ্ন: তবে কী আমরা ধরে নিব এই সরকারের শাসন কেয়ামত পর্যন্ত চলবে? উত্তর: তা কি করে হয়! আবার সেনাবাহিনী ক্ষমতা নিবে, নির্বাচন দেবে, আমরা ক্ষমতাই যাব,তারপর সব আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। নেতাদের উত্তর শুনে আমি মোটেও বিস্মিত হয়নি, কারণ এই হচ্ছে আদর্শহীন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির চূড়ান্ত পরিণতি। এই দলগুলোকে তছনছ করার জন্য কোন বড় ঘূর্ণি ঝড়ের দরকার পড়ে না, সামান্য বাতাসেই ওরা নুয়ে পড়ে। তাই বলা যায়, জনগণের প্রকৃত রাজনৈতিক শক্তি জাগলে, এই দলগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
আহমদ জসিম বলেছেন: যথাত্ব বলেছেন
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
বাংলার মেলা বলেছেন: এরশাদের সময় এক নূর হোসেন খুন হওয়ায় সারা দেশ নড়চড়ে উঠেছিল। অথচ ২০১৪ সালের সহিংসতায় সারা দেশে বিএনপি জামায়াতের শতাধিক কর্মী নিহত হবার পরেও আন্তর্জাতিক সম্প্রদায় মজা দেখা ছাড়া কিছুই করেনি।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১
আহমদ জসিম বলেছেন: জনগণের ওপর নির্ভর নাকরে, প্রভুরাষ্ট্রের ওপর নির্ভর করলে যা হয় আর কি
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
যোখার সারনায়েভ বলেছেন: সত্যি বলতে এরা স্বার্থান্বেষী ।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮
আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
খাঁজা বাবা বলেছেন: ভাইরে? এরশাদের সময় আন্দোলনে কতজন মরেছে? আর ২০১৪ সালে কতজন মরেছে?
জীবনের কি কোন দাম নেই?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
আহমদ জসিম বলেছেন: জীবনের মূল্য তখনেই হয়, যখন সেটা কোন মহৎকাজে লাগে
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
রসায়ন বলেছেন: বিএনপি জন ইস্যু নিয়ে কোন প্রতিবাদ করেনি । যেমন তারা গ্যাসের দাম বাড়ানো নিয়ে বলার মতো কিছুই করেনি । জন ইস্যু নিয়েই যারা নিরব তারা অপরাধীদের বাচাঁনোর জন্য নির্বাচন করলে পাবলিক সাপোর্ট পাবে কোথা থেকে
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
নূর আলম হিরণ বলেছেন: বিএনপি একটি হজরবল দল!
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ৩০ তারিখ খেলা হবে।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০
মাহের ইসলাম বলেছেন: দিন বদলাইছে না !
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২
ডার্ক ম্যান বলেছেন: জসীম ভাই , আপনি কি চট্টগ্রাম ১০ এর ভোটার ?
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মূলকথা হলো সবারই ক্ষমতা চাই।