![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
আগে সবাইকে নববর্ষের শুভেচ্ছা , বছরের প্রথম দিনটার মত সারাটা বছর সবার অনেক আনন্দে কাটুক ।
মূল খবর ----
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ব্যবহার করা এ যন্ত্রটির নাম ‘আই রোবট’। পুলিশ এটি ব্যবহার করে বোমা নিষ্ক্রিয়করণের কাজে। গতকাল রমনা পার্কে নিরাপত্তাব্যবস্থায় পুলিশ এটি ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের তৈরি এ যন্ত্রে আছে চারটি ক্যামেরা ও যান্ত্রিক হাত। কোথাও বোমা পড়ে থাকলে তার ছবি তুলে সঙ্গে সঙ্গে তা দেখা যাবে কম্পিউটারে। আবার রোবট বোমাটি তার হাতে তুলে নিয়ে আসতে পারে। এটি মাটির ওপরে ও পানিতে সমানভাবে কাজ করে। দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে এটি চালানো যায়। বাংলাদেশ পুলিশের এমন দুটি রোবট আছে। গত আইসিসি বিশ্বকাপের সময় এগুলো কেনা হয়েছিল। প্রতিটির দাম প্রায় এক কোটি টাকা।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: চান্দের পিঠে চলাচল করা রোবটের মতো লাগছে
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪২
যোগী বলেছেন: ১ কোটি টাকা দিয়ে ফাউল জিনিশ কিনছে
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১
আহসান ০০১ বলেছেন: আমি আপনার আগের ও অনেক কমেন্ট দেখসি আপনি একটু বেসি বুঝেন । এই জন্ত্র যে ফাউল এতার সপক্ষে কোন প্রমাণ আছে আপনার কাছে??? আর এর চেয়ে ভাল জিনিস যে আরও কমে পাওয়া যায় ( আমাদের দেশে সব ই যেহেতু দুর্নীতি করে বেসি দামে কেনা হয় ) কত কমে পাওয়া যায় সেটা লিঙ্ক সহ দেন, আমরাও জানি
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৮
ঢাকাবাসী বলেছেন: যোগী বলেছেন ১ কোটি টাকা দিয়ে ফাউল জিনিশ কিনছে , একমত, সাথে এটাও বলতে হয় আমাদের অতি দক্ষ পুলিশ কর্তারা আজ ৫ টার মধ্যেই বাসায় ফিরতে বলেছেন কারণ তারা নিরাপত্তা দিতে পারবেননা! ব্রাভো!!
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৩
বিজয় বেষ্ট বলেছেন: শুভ নববর্ষ
৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২
princejohn বলেছেন: যোগী বলেছেন: ১ কোটি টাকা দিয়ে ফাউল জিনিশ কিনছে। তাহলে আপনি একটা যন্ত্র দেন যা বোমা নিষ্ক্রিয় করবে।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০
যোগী বলেছেন: @princejohn
রেগে গিয়ে বলছি, এই ধরনের যন্ত্রের উপর আমি গবেষনা করি প্রায় ৩ বছর ধরে। এটা এমন কিছু আহামরি জিনিশ না, খুব বেশি হলে ২০ লাখ টাকার প্রজেক্টে এই জিনিশ আমাদের দেশের ছেলে মেয়েরাই তৈরী করতে পারে।
আর আমাদের দেশে বোম ডিফিউজ করতে গিয়ে এ পর্যন্ত কারো কোন ক্ষতি হয়নি।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫
বর্ণান্ধ বলেছেন: যোগী বলেছেন: ১ কোটি টাকা দিয়ে ফাউল জিনিশ কিনছে
৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯
সুলাইমান হাসান বলেছেন: যোগী বলেছেন, ১ কোটি টাকা দিয়ে ফাউল জিনিশ কিনছে
১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: একটা এক কোটি টাকা?
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমাদের দেশের উন্নতির জন্য প্রচুর টাকা দরকার। একি সাথে যা আছে সেগুলার নিরাপত্তা বিধান করার জন্যেও প্রচুর টাকা দরকার। টাকা যেন দেশের বাইরে যেতে না পারে, সেজন্যেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর টাকা দরকার।