![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
বিশ্বের ৪৩টি দেশের মধ্যে আন্তর্জাতিক বালিকা হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশী শিশু হাফেজা ফারিহা তাসনিম।
এতগুলা দেশের প্রতিযোগীদের মধ্যে ১ম হওয়া অনেক গৌরবের ব্যাপার , যেমন গৌরব আমাদের দেশের কেউ যখন গনিত অলিম্পিয়াড এ মেডেল পায় , যখন বুয়েট এঁর ছাত্ররা নাসার প্রতিযোগিতায় এশিয়ার একমাত্র দল হিসেবে পরবর্তী রাউন্ড এ ওঠে ;
-কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই ১ম হবার খবরটি অধিকাংশ পত্রিকার প্রথম পাতা তো দূরের কথা ভিতরের পাতাতেও ছাপা হয়নি।
ওরা ছাপাক আর না ছাপাক , আমরা যাতে এইটা জানতে পারি যে ফারিহা তাসনিম নামের ছোট্ট মেয়েটা আমাদের জন্য, আমাদের দেশের কতটা সম্মান এনেছে ।
ফারিহা তাসনিম কে অভিনন্দন আমাদের গর্বিত করার জন্য
২| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩৭
শ্রীঘর বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক।
আর সমস্ত পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হউক।
৩| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩৭
ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: বিশ্বের ৪৩টি দেশের মধ্যে আন্তর্জাতিক বালিকা হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশী শিশু হাফেজা ফারিহা তাসনিম-এর প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
৪| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৫০
কায়সার আহমেদ কায়েস বলেছেন: ফারিহা তাসনিমকে আন্তরিক অভিনন্দন
৫| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:১২
ফাহিম আহমদ বলেছেন: আন্তরিক আভিনন্দন
৬| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:১৫
আলোর পরী বলেছেন: অভিনন্দন ছোট শিশুটিকে যে আমাদের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে।
৭| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:১৭
তন্দ্রা বিলাস বলেছেন: ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: বিশ্বের ৪৩টি দেশের মধ্যে আন্তর্জাতিক বালিকা হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশী শিশু হাফেজা ফারিহা তাসনিম-এর প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
৮| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:২৮
মিতক্ষরা বলেছেন: অভিনন্দন। আল্লাহ তাকে অনেক বড় করুক। আমাদের এই মায়ের বয়স কত?
একটি ছবি দেয়া গেলে আরো ভাল হত।
২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫৫
আহসান ০০১ বলেছেন: কোন পেপার এ পাইনাই তাই ছবি বয়স এগুলা সংগ্রহ করতে পারিনি , ধন্যবাদ আপনাকে আপা
৯| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৩৮
খেয়া ঘাট বলেছেন: বিশ্বের ৪৩টি দেশের মধ্যে আন্তর্জাতিক বালিকা হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশী শিশু হাফেজা ফারিহা তাসনিম-এর প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
১০| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৪৪
নিরব বাংলাদেশী বলেছেন: অভিনন্দন এবং দোয়া রইলো
১১| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৮
শীতের সকাল বলেছেন:
পুরস্কার গ্রহণকালের ছবি।
১২| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:২৩
বহুরুপি জীবন বলেছেন: অভিনন্দন এবং দোয়া রইলো
১৩| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:৪৫
দি সুফি বলেছেন: আন্তরিক অভিনন্দন রইল ফারিহা তাসনিমের জন্য।
এইটা পেপারে পাবলিশ হবে কেন? জানেন না এইগুলাতো তালেবানী কালচার! এগুলা পেপারে প্রকাশিত হলে দেশ তালেবান হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩৪
হাসান বৈদ্য বলেছেন: ফারিহা তাসনিমকে অভিনন্দন