![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
ইত্যাদি এর ২৫ বছর পূর্তি দেখলাম ...
যখন তুতু তু তুতু তারা মরজিনার বাপ মার্কা মারা গান টা দেখাইল মনে হইল ১ সেকেন্ডের মধ্যে সেই ২০ বছর আগের ছোটবেলায়, সেই সাদা কাল অথচ রঙ্গিন দিঙ্গুলায় চলে গেছি
নানা নাতির মত কনসেপ্ট আর কখনো হবেনা, স্কুল জীবনে ক্লাসে একবারি অভিনয় করসিলাম, এই নানা নাতিতেই ...
ইত্যাদির নানা নাতি , মামা ভাগ্নে , বিদেশিদের নিয়ে পর্ব , বিদেশি সিনেমার বাংলায় হাস্যকর ডাবিং , সেই ২ বয়স্ক মানুষের কঞ্চেন দেহি , আমাদের সমাজের মধ্যেই থাকা বিভিন্ন অসাধারণ মানুষের খুজে বের করে আনা ,গানে অভিনয়ে সমাজের নানা অসঙ্গতি , ভুল, ভাল খারাপ তুলে ধরে ২৫ বছর ধরে পৃথিবীর আর কোন অনুষ্ঠান এইভাবে কখন ও বানানো হইসে কিনা জানিনা ... ইত্যাদির তুলনা শুধু ইত্যাদি ... ধন্যবাদ হানিফ সঙ্কেত কে, আমাদের এতটা সময় ধরে এইভাবে বিনোদনের মাধ্যমে সচেতন করার জন্য , আমাদের বয়সের যারা আছে তাদের ছোটবেলায় এইরকম একটা অনুষ্ঠান দিয়ে ১টা ঘন্টা এভাবে আনন্দ দিয়ে সেই দিন গুলা এত সুন্দর করার জন্য ...
২| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৫
এম এস জুলহাস বলেছেন: সেই প্রথম পর্ব থেকে শেষ পর্বটা (আজকের পর্বটা) পর্যন্ত নিয়মিত একটানা দেখা, সে-ও কিন্তু কম কথা নয় !!!
ঝড়-বৃষ্টি, বিদ্যুৎ না থাকা (তখন গ্রামে বিদ্যুৎ থাকবেনা এই ভয়ে মঙ্গল-বুধ-বৃহস্পতি/শুক্র সপ্তাহে ৩/৪ দিন অতিরিক্ত ব্যাটারি ভাড়া করে এনে রাখতাম ইত্যাদি, বহুব্রীহি, অয়োময়, রূপনগর, কোথাও কেউ নেই, সংসপ্তক, ম্যাকগাইভার আর দ্যা ফলগাই দেখার জন্য) অন্যত্র থাকা কোন বাধা-ই আমাকে কোন পর্ব না দেখাতে বাঁধ সাধতে পারেনি।
আহা ! এখন স্যাটেলাইটের ১০০টা চ্যানেলও সেই একমাত্র বিটিভি'র স্বাদ পূরণ করতে পারেনা !
৩১ শে মে, ২০১৪ রাত ১:১০
আহসান ০০১ বলেছেন: এখন স্যাটেলাইটের ১০০টা চ্যানেলও সেই একমাত্র বিটিভি'র স্বাদ পূরণ করতে পারেনা . সত্যি কথা
৩| ৩১ শে মে, ২০১৪ ভোর ৪:৩১
সকাল হাসান বলেছেন: বিটিভির এক অনন্য আকর্ষন এই ইত্যাদি। এই ইত্যাদির কারনেই এখনো অনেকেই মনে রাখে বিটিভির নামটা।
আর যত চ্যানেলই বাড়ুক বা অনুষ্ঠান বাড়ুক - ইত্যাদি ইত্যাদিই। এর ধারে কাছেও কোনটার আসার সামর্থ্য নেই।
৪| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৫৫
আমি নী বলেছেন: কথা সত্য......
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৪ রাত ১০:৪৯
ত্ানজীর বলেছেন: আজকে ইত্যাদি দেখে সত্যি সেই পুরনো দিনগুলোতে ফিরে গিয়েছি। অনেক ভাল লাগলো।