![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস, স্বার্থপর, উদ্ধত, নিঃষ্কর্মা, কুৎসিত, রোগা ছেলে আমি একজন । ইন্টারমেডিয়েট ফেল মেরে পড়াশোনার পাঠ চুকেছে । কাজ হলো ঢাকা শহরের পথে পথে ফাও ফাও হাঁটা আর বিড়বিড় করে বলা `মনে হয় এরচেয়ে অন্ধকারে ডুবে যাওয়া, এই খানে ... ` ঘরে থাকলে ডোরেমন দেখি আর ঘুমাই কি লিখি নিজেও জানি না, যার মন চায় কপি পেস্ট মারেন, আমি কোন জায়গার হরিদাস পাল না যে কিছু মনে করব । পুনশ্চঃ আমি অতি নিরীহ একটা ছেলে । কেউ কামড় না দিলে আমিও কামড় দেই না
দূর থেকে নাম না জানা ফুলগুলোর কাছে উড়ে এসে
একটা ফুলও পায় না, নীচে শুধু এতগুলো শুকনা বীজ
কেউ পাশে না থাকলেও, থাকে মরা বাঁশের সাঁকোটা; রাতের দুই প্রহরেও
তবুও নিকোটিন পুড়েছিলো গাছওয়ালা রোডের মাথায় সেদিন
তবুও শীতের হাওয়া ছুয়ে দিয়েছিলো আমার চুল আর চোখের পাপড়ি, দুঃসাহসে
তারপর সে যখন পৌঁছে যায় ব্যালকনির শিউলি ফুলের কাছে
তারা ঝড়ে যায় প্রশ্রয়ের হাসিতে
শীতের হাওয়া গল্পের সেই গাছটার মত, যা সবাইকে মিলিয়ে দেয়, যেমন আমরা এক হই সোডিয়ামের আলোতে ।
তার প্রতিটি পাতায় লেখা থাকে দুইটি করে নাম ।
আলো পকেটে জমিয়ে জমিয়ে টো টো করে হাটকুড়ানী ছেলেটা
চোখের মিষ্টি আলোয় ভরতে থাকে হৃদযন্ত্রের পকেটসব
যেমন ভরতো নাগেশ্বরের খয়েরী সব বীজে, যেদিন আমি ভার্সিটি যেতাম
মিষ্টি আলোর অপেক্ষা তাকে জড়িয়ে নেয়
বাঁচতে ইচ্ছা করে আরো একটা দিন
২১ টা ১০
রবিবার, নভেম্বর ১৬
©somewhere in net ltd.