![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা যে আমার সোনার তরী
""""""""""""""""""""""""""
মাগো তুমি কোথায় আছ
কোনসে নদীর তীরে.
আমি এখন হারিয়ে গেছি
কোটি মানুষের ভীরে.
যখন তুমি করতে আদর
আমার দুটি গালে
দঃখ আমার হারিয়ে যেত
সাত সাগরের জলে.
এখন আমি নেই বলে
তোমার ঐনা কুলে.
দঃখ আমায় গিরে আছে
মনেরি অঞলে.
মা যে আমার সোনার তরী
মা যে আমার সুখ.
মায়ের কোলে মাথা রাখলে
হারিয়ে যায়যে দুঃখ
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৯
Ahsan mir বলেছেন: মা তোমায় খুব মনে পরছে