নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা একা করি কাজ হারি জিতি নাহি লাজ

Ahsan mir

মীর হাছানী

Ahsan mir › বিস্তারিত পোস্টঃ

জীবন ঘড়ি(কবিতা)

১৬ ই জুন, ২০১৬ রাত ৮:০২


জীবন ঘড়ি
)))))))((((((((
ওহে আমার জীবন ঘড়ি
তোরে'তু রাখতে পারবো না দরি.
তুই চলিছ'তু নিজের মত করি
তর উপর চলেনা কারো সরদারী.
তুই চলিছ একলা একলা
নিজেরি মত করি.
তুই বুজিশনা কাহারো তরিগরি
তরি নিয়মে ক্লান্ত এই জীবন তরী.

শিশুকাল থেকে হলাম কৈশরী
করিলাম কিছুকাল লেখাপড়ি.
হলাম আমি যৌবনদারী
কর্ম জীবন দরলাম পারি.
কর্মপুরে জীবন দারী

কপালে জুটলো বিয়ের পিড়ি.
সংশার হল সর্নপুরী
দিতে হবে জীবন পারি.
তরি সাথে হাত মিলালে পরি
পরিশেসে হতে হল সংশারী.

হতে হল সন্তান দারি
নিতে হবে মানুষ করি.
কতইনা ছলছাতুরি
করছে মোরে জীবন ঘড়ি.
নাতিপতির হাতটি দরি
পরলাম গিয়ে বৃদ্বাপুরী.

দিয়ে আসিয়া জীবন পারি
আর চলেনা কারিগরী.
এখন চিন্তা একটাই করি
গুনবো কবে শেষ প্রহরী
.
ও'হে আমার সৃস্টিকারী
তোমারি করুনা আসা করি.
যে দিন হবে শেষ প্রহরী
তোমারি খমা আসা করি.

এমনি এমনি করে একদিন
শেষ হবে মোর জীবন ঘড়ি.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৭

Ahsan mir বলেছেন: অকাল মুক্তির সকাল পন
সময় থাকতে কর আপন
থাকবো না আমি থাকবে না তুমি
কেননা কর এত বাহাদুরি
সকাল হলে বিকেল হবে
জান কি তুমি
কবে এই জীবন শেষ হবে ।
সময় থাকতে সোজা হওয়া
সঠিক পথটি বেছে নাও।
তবে যদি তুমি শান্তি পাও ।

২| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৮

মানুষ বলেছেন: প্রত্যেকটা লাইনে বানান ভুল!

১৬ ই জুন, ২০১৬ রাত ৮:২৫

Ahsan mir বলেছেন: অনেকদিন আগে লিখেছিলাম কপিরাইট করেছি ততটা খেয়াল করিনি
ধন্যবাদ আপনাকে

৩| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:২২

Ahsan mir বলেছেন: ভূল দরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।

৪| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:২৫

মানুষ বলেছেন: "ভূল" বানানটাও ভুল।

#হতাশ

১৬ ই জুন, ২০১৬ রাত ৮:২৯

Ahsan mir বলেছেন: হতাশ হলে কি হবে ভাই।
আমাদের কিছু শিখাতে হবে।
এখানে কিছু শিখতে চাই।
আশাকরি আপনার নিকট হতে কিছু পাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.