নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা একা করি কাজ হারি জিতি নাহি লাজ

Ahsan mir

মীর হাছানী

Ahsan mir › বিস্তারিত পোস্টঃ

মা আমার মা (কবিতা)

১৬ ই জুন, ২০১৬ রাত ১১:০৯

মা আমার মা
তোমরা নেইযে তুলনা।
তোমরা কোলে মুখটি গোজে
হারাই যন্ত্রনা।

এইনা ভূবন দেখলাম আমি তোমারি কারনে
হাজার কস্ট রেখেছো দরে তোমর আনমনে।
কত কস্ট করে তুমি করিয়াছ পালন
সার্থ ভূলে তুমি আমার গরিয়াছ জীবন।

নিজে না খাইয়া তুমি অন্য দিয়াছো তোলে
তোমার ছোয়া পাইয়া আমি দুঃখ গিয়াছি ভূলে।
কুটি কস্ট দিলাম আমি তোমার ঐনা মনে
তবুও তুমি বসিয়ে রেখেছো হ্নদয়ের আসনে।

সারা দুনিয়ার ভালবাসা করলে একসাথে
সব হারিয়ে যাবে মাগো শুন্নের পৃস্টাতে।
চলেনাতো তোমার সাথে কারো তোলনা
সার্থভূলে বুজিয়ে দাও পুরো ষোলআনা ।

মা আমার মা
তোমার নেইযে তোলনা
এ হ্নদয় যেন তোমায় মাগো কবু ভূলেনা।

তোমায় ছারা এই জীবন মাগো বৃথায় ষোলআনা
মাফ করে দিও মাগো তুমি সকল লেনাদেনা


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:১১

Ahsan mir বলেছেন: সারা দুনিয়ার ভালবাসা একসাথে করলে ও
মায়ের একফুটা ভালবাসার সমান হবে না।

২| ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৪

Ahsan mir বলেছেন: যেন মাকে ভূলে গেল তারপর জীবনটাই বৃথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.