নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা একা করি কাজ হারি জিতি নাহি লাজ

Ahsan mir

মীর হাছানী

Ahsan mir › বিস্তারিত পোস্টঃ

আমি মুসলিম রনবীর

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১১

আমি নইতো হিন্দু বোদ্ধ
কিনবা নই খৃস্টান.

আমি হয়েছি বীরের জাতী
চির রনবীর হয়েছি মুসলমান.০

তাই বলে করিনি ঘৃনা
হিন্দু বোদ্ধ কিনবা খৃস্টান.

করিলে ঘৃনা হবে যে আমার
ইসলামের অপমান.

মনে রাখিও সবে
সবাই এক আদমেরেই সন্তান.

আমি যে মুসলমান
নিজের জীবন দিয়ে রাখিবো ধর্মীয় সন্মান.

আমি হয়েছি বীরের জাতী
চির রনবীর
হয়েছি মুসলমান.

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

Ahsan mir বলেছেন: وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ وَاذْكُرُواْ نِعْمَةَ اللّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىَ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার।
সুরা ইমারন আয়াত ১০৩

২| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি যদি বীর হয়ে থাকেন, ফারাক্কা ভেংগে দেন!

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২

Ahsan mir বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১

Ahsan mir বলেছেন: ফারাক্কার সাথে বীরের সম্পর্ক কি ভাই।
ধন্যবাদ ভাই আপনার নিকট হতে একটা টিপছ শিখলাম
ভাল থাকবেন

৪| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:




আমার সমস্যা হলো, আমি ফারাক্কা ভাংতে চাই, কিন্তু শক্তি নাই; আপনি বলছেন, আপনি বীর; ভাবছি, আপনি হয়তো পারবেন।

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:৪৯

Ahsan mir বলেছেন: চেস্টা করলতে খতি কি
আসেন দেখি পারি কি না।
কথায় আছে যে
পচাঁ ষামুকে পাক কাটে

৫| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাষা ও বানানগত কিছু বিচ্যুতি আছে । অধ্যয়ন করতে হবে বেশি বেশি!

১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৩৯

Ahsan mir বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।
যে আমার ভূল দরিয়ে দেয় সে আমার প্রকৃত বন্ধু।
আর ভূল না দরলে সমাধান হয় না।
আমি যা করি সবেই মনে করি ভাল কিন্তু আমার ভূল আমি দরতে পারি না
কারন নিজের ভূল নিজের কাছে দরা খাওয়া না।
ধন্যবাদ ভাই আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.