![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মভূমি তুমি আজ
জালিমের হাতে বন্দী.
স্বাধীনতা তুমি
লোহার শিকলে আবদ্ধ.
আধিকার তুমি
সরকারি হাতের পুতুল.
আইন তুমি
জালিমের হাতে খেলনা.
আয় তুমি
রাক্ষসী মুখের খাবার.
জনগন আমরা
খমতার ভয়ে ঝরঝরা।
ইসলাম তুমি
নাস্তিকদের মুখে লাঞনা.
যতই করুক বাহানা
ইসলাম কে এদেশের মাটি থেকে
উপরে ফেলা যাবেনা।
মা তুমি আর কেদনা
তোমার ছেলে থাকতে বেছে
জালিম রেহাই পাবেনা পাবেনা.
শপতি নিয়েছে মা
ইসলাম রক্ষা করিতে আমি
সইবো শত লাঞনা
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ রাত ১০:৪১
Ahsan mir বলেছেন: কতবার চেয়েছি বলতে তোমায় ভালবাসি
শতবার তাকিয়েছি তোমায় দেখতে
পারিনি আজও পারিনি তোমায় বলতে