![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্মান নিজে নিজেই আসেনা
সময় খারাপ হলে কেহ ভালবাসেনা
দিন ফুরিয়ে গেলে
আর ফিরে আসেনা
সন্মান নস্ট হলে
ফিরে পাওয়া যায় না
খাবার পচে গেলে
আর খাওয়া যায় না
সম্পদ হারিয়ে গেলে
সহজে উদরাজী দেয় না
কেউ পালিয়ে গেলে
তারে দেখা যায় না
মনের সাথে ছুটে কেউ পারেনা
সপ্ন জাগিলে আর রয়না
আগুনে পুরলে চাই ছারা
আর কিছুই হয় না
মন ভাঙিলে আর
জোরা লাগানো যায় না
বৃদ্ধ হলে আর
যৌবন ফিরে পায় না
মানুষ মরিলে আর
ফিরে আসেনা
আল্লাহ কে ভালবাসতে হলে আগে মানুষ কে ভালবাসতে শিখ.জীবনের প্রতিটা সময় কে কাজে লাগানোর চেষ্টা করা.
সময়কে অবহেলা করিও না
করিলে সময় একদিন তোমায়
অবহেলা করবে.
২| ২২ শে জুন, ২০১৬ রাত ১২:০৩
শাহজালাল হাওলাদার বলেছেন: ভালো, কিছু বানান ভুল আছে শুধরে নিবেন।
২২ শে জুন, ২০১৬ রাত ৩:২৫
Ahsan mir বলেছেন: ধন্যবাদ. আপনাকে
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৬ রাত ১০:৫৯
Ahsan mir বলেছেন:
সময়কে অবহেলা করিও না
করিলে সময় একদিন তোমায়
অবহেলা করবে.