নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল আকাশ

বাহলুল আহসান

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারেনা, ও বন্ধু...

বাহলুল আহসান › বিস্তারিত পোস্টঃ

বিমানের লাগেজ সাইজ নিয়ে পরামর্শ চাই।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮



বায়ারের সাথে মিটিং করতে দেশের বাহিরে যাচ্ছি। অনেক স্যাম্পল নিয়ে যেতে হবে। বাংলাদেশ বিমানে এটাই আমার প্রথম ভ্রমন।
সর্ব্বোচ কোন সাইজের লাগেজ বহন করতে পারব এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত চাচ্ছি। সফরটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
বিমানের ওয়েব সাইটে দেওয়া সাইজের চেয়ে বেশী সাইজের লাগেজ বহন করা যাবে কী? হ্াতে বহন করারটা নয়, বেল্টে দেওয়ার টা।
মতামতের অপেক্ষায় রইলাম।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫

পাকাচুল বলেছেন: এটা এয়ারলাইন্স অনুযায়ী ভেরী করে। আপনি যে এয়ারলাইন্সের টিকেট কেটেছেন, তাদের কাছে জেনে নিন, কিংবা তাদের ওয়েবসাইটে দেখে নিন। অনেক সময় অতিরিক্ত ওজন/ ওভারসাইজড লাগেজের জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হতে পারে। আর খুব বেশি বেঢপ সাইজের হলে এয়ারলাইন্স কোম্পানী আপনার লাগেজ নাও নিতে পারে।

তবে ২-১ কেজি বেশি হলে অনেক সময় ছেড়ে দেয় ঝামেলা ছাড়া।

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৪

প্রবাসী ভাবুক বলেছেন: যে বিমানে যাবেন তাদের ওয়েব সাইটে যে ওজন দেওয়া আছে তার চেয়ে বেশি না নেওয়াই উত্তম৷কারণ এক্সট্রা ওয়েটের জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে বলেই ধরে নিতে হবে৷আর এই পেমেন্টের পরিমাণও খুব বেশি যা আপনার বহনকৃত এক্সট্রা মালামালের চেয়ে অনেকগুণ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে৷

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪

লুলুপাগলা বলেছেন: কমপক্ষে যাত্রার ৪৫ মিনিট পূর্বে আপনাকে এয়ারলাইন্সের কাউন্টারে উপস্থিত হতে হবে। আপনি যে কোন সাইজ এর এবং একাধিক (৩ টি) লাগেজ নিতে পারেন, লাগেজ এর নির্দিষ্ট কোন সাইজ নেই তবে সহজে বহন যোগ্য সাইজ হওয়াই ভাল। আপনার লাগেজ ওয়েট টিকিটে উল্লেখ করা আছে এবং প্রতিটি লাগেজ এর ওজন সর্বোচ্চ ৩০ কেজি। এর ভেতরে থাকাই ভাল তবে অন রিকোয়েস্টে ২-৩ কেজি বেশী নেয়া যায়, সেক্ষেত্রে আপনি যদি প্রথম দিকে কাউন্টারে উপস্থিত হতে পারেন তাহলে হয়তো সম্ভব, শেষের দিকে তারা কোন ছাড় দিতে চায় না। একসাথে যদি একাধিক যাত্রী থাকেন সেক্ষেত্রে লাগেজ একসাথে উজন দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সবার লাগেজের মোট ওজন টিকেটের অনুমোদিত মোট ওজনের সাথে সামন্জস্যপূর্ণ হলে কোন সমস্যা হবে না। হাতে করে অতিরিক্ত আরো ১০ কেজি বহণ করতে পারবেন। আসা এবং যাওয়ার সময় বাংলাদেশে এয়ারপোর্টে যদি কোন ঝামেলা হয় বা অবৈধ ভাবে কোন কিছু দাবী করে নিচের লিংকে যোগাযোগ করবেন। ফোন: 01787-661166
Magistrates, All Airports of Bangladesh

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮

ঢাকাবাসী বলেছেন: প্রত্যেকে ২ পিস লাগেজ সর্বোচ্চ সর্বমোট ৩০ কেজি মাল লাগেজে আর ৭ কেজি হাতে কেবিন লাগেজ হিসেবে পাবেন। আজকাল খুব কড়াকড়ি।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৯

বাহলুল আহসান বলেছেন: পরামর্শের জন্য সবাইকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.