নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/fresh.wayfarer \nলেখার কোন অংশ লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবে না। বানান ভুল পাওয়া যেতে পারে এর জন্য আগে থেকেই ক্ষমা চাই । ভুল বানান গুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেটা ঠিক করে দেওয়া হবে। (ব্লগের লিংক ফেসবুক শেয়ার করা

কষ্ট গুলো কে আগঁলে নিয়ে বেড়ে উঠছি নতুন করে

অর্বাচীন পথিক

https://www.facebook.com/ahsnan.arifa\\n\\nলেখার কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা । বানান ভুল পাওয়া যেতে পারে এর জন্য আগে থেকেই ক্ষমা চাই । ভুল বানান গুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেগুলাকে ঠিক করে দেওয়া হবে। (ব্লগ লিংক ফেসবুক শেয়ার করা যাবে)

অর্বাচীন পথিক › বিস্তারিত পোস্টঃ

রূপকথার রাজপুত্ররা

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪




কল্পনাকে ভেবে ছিলাম জীবনের অন্তিম মুহূর্ত
স্বপ্নের ভেলায় ভেসে পাড়ি দিয়েছি সাত-সাগর তের নদী
মৃদু আলোয় দেখেছি সেই স্বপ্নলোকের রাজ্য।

বীণার সুরের সাথে মিলিয়ে সুর তুলেছি আমি তোমাদের জন্য
বশীকরণ গান তুলেছি নিজের হাতে,
কাননের ফুলকে করেছি নজর
তোমাদের মুগ্ধ করার জন্য।

পদ্মের মালা গেঁথেছি তোমাদের জন্য
সবে মাএ পাঁচ টি গেঁথেছি
আর ও দুটি বাকী।

শোলকের রাজপুত্ররা আসছে ধেয়ে
অবরুদ্ধ রাজকন্যারা রাজ-প্রাসাদের কোন এক কোনে জাগ্রত
আরশোলা, ব্যাঙ, বাদুর তাদের দুঃখের সঙ্গী।

গভীর অরন্যের কোন এক বাঁকে
সলতে জ্বলে অপেক্ষা করছে তোমাদের জন্য
সাদা বুড়ী, কুঁজো বুড়ী …….
তোমাকে, তোমাদের কে বলবে কতক অজানা বচন।

তোমরা সেই রূপকথার রাজপুএ
ডালিম কুমার, ব্যাঙ কুমার……. ।

কল্পনার অন্তিম মুহূর্তের বলিষ্ট সাক্ষী,
তোমরা সেই আমার ছোট্ট বেলার রূপকথার রাজপুত্ররা
যাদের কে আজ ও ভোলা হয়ে ওঠেনি আমার।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

নিলু বলেছেন: জীবনের চলার পথে , কোন না কোনও সময়ে ভুলে যেতে হবে যে , লিখে যান ।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

অর্বাচীন পথিক বলেছেন: তা হলে তো ব্যাপার টা খারাপ-ই হবে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।++

শুভকামনা আপনার জন্য।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

অর্বাচীন পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে "বঙ্গভূমির রঙ্গমেলায়"

আপনার নাম টা আমার খুব পছন্দ হয়েছে ।


৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪

কাবিল বলেছেন: কল্পনার অন্তিম মুহূর্তের বলিষ্ট সাক্ষী,
তোমরা সেই আমার ছোট্ট বেলার রূপকথার রাজপুত্ররা
যাদের কে আজ ও ভোলা হয়ে ওঠেনি আমার।




ভাল লাগল +++

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

অর্বাচীন পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে "কাবিল"

ভাল থাকবেন

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬

উধাও ভাবুক বলেছেন: শুভকামনা রইল।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

অর্বাচীন পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে "উধাও ভাবুক"

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো :)

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

অর্বাচীন পথিক বলেছেন: "স্বপ্নবাজ" অনেক অনেক ধন্যবাদ
আপনাকে

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: সব সময়ের সঙ্গী যারা তাদের না ভুলাই ভালো। কল্পনা যে কেবল হাতছানি দিতে জানে, বাস্তবের হাত ধরে হাঁটতে জানে খুবই কম। কবিতা ভালো লাগলো অর্বাচীন পথিক।
পোস্ট দিয়েও উধাও কেন? :(

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০

অর্বাচীন পথিক বলেছেন: কল্পনা আছে বলেই আমার মত মানুষ গুলো হয় ২৪ ঘণ্টার মধ্যে ২৪ ঘণ্টায় হাসতে চাই। :P

আমি হাসতে খুব ভালবাসি ঘাস ভাই। :)

"পোস্ট দিয়েও উধাও কেন? :(" - আর বলেন না ভাই

আজকাল ঘুড়িতে পায় না যে আপনাকে ????

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

তুষার কাব্য বলেছেন: চমৎকার কথামালা ।ভাললাগা কবিতায়।

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

অর্বাচীন পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

"তুষার কাব্য"

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫১

জাফরুল মবীন বলেছেন:



রূপকথার রাজপুত্রদের ভোলা যায় না বোন
স্মৃতি সম্ভারে জমে থাকে সারাটিজীবন!

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

অর্বাচীন পথিক বলেছেন: হ্যাঁ মবীন ভাই

তাই তো এত কাল পরে ও মনে পড়ে সব কিছু।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

নুর ইসলাম রফিক বলেছেন: কখনো কখনো কিছু ভাললাগাও মনকে খারাপ করে দেয়।

তবুও ভাললাগা ভাললাগাতেই থেকে যায়।

ভাললাগা রেখে গেলাম............।

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

অর্বাচীন পথিক বলেছেন: কথা টা খুব চৎমকার ভাবে বললেন

অনেক অনেক ধন্যবাদ আপনাকে রফিক

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৬

নুরএমডিচৌধূরী বলেছেন: কবিতায় সকল ভাল্লাগা,সকল ভালবাসা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

অর্বাচীন পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নুরএমডিচৌধূরী

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

নুরএমডিচৌধূরী বলেছেন: পথিক
তোমাকে খুচ্চি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

অর্বাচীন পথিক বলেছেন: "পথিক তোমাকে খুচ্চি"
আমি মটেও "খুচ্চি" না :P

আমাদের এলাকায় "খুচ্চি" বলতে বেতের ডালা কে বোঝানো হয় :)

ধন্যবাদ

১২| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লেগেছে। সুন্দর কথামালা।



আমি তো রাজপুত্র ;)
তাই বেশি ভালো লেগেছে। :)


+++

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৩৮

অর্বাচীন পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিশেহারা রাজপুত্র পুরাতন একটা পোস্টে মন্তব্য করার জন্য।

হু আমি ও তাই দেখছি রাজপুত্র স্বয়ং আমার পোস্টে হাজির। যদি ও দিশেহারব শব্দটা সাথে আছে।

তাতে কি, রাজপুত্র তো..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.