![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।
শোনেছি,চাঁদের নাকি কলঙ্ক আছে
সেই চাঁদকে শুধু খুঁজি খুঁজি
রাত দুপুর রাত দুপুর,
যে বকুল গন্ধ দিতো
মিষ্টি মধুর মিষ্টি মধুর
সেই চাঁদ আর গন্ধ খুঁজি।
নির্জনে কিসের প্রতিধ্বনি
শোনা যায় কল কল ঝর্না
ধারার বুঝি স্বচ্ছ জল,কাঁন্নায়
বয়ে যায় কোন সে দুর
তীব্র ঢেউ ঐ যমুনার
ভেঙ্গে দেয় মনেরো কূল,
এ কূল ও কূল দু’কূলের
হয়েছে ভুল- ভুলের মাঝে
সে রাঙ্গা ফুল খুঁজি।
বডো অভিমান রাগটা কার
নীল অম্বর জুড়ে সুখতারা তার
জ্বল জ্বল করে জ্বলছে
ঐ বাঁশ বাগানের উপর
ছুঁয়তে গেলে হারিয় বহুদুর,
বাঁশপাতার সুরু কঞ্চের আড়ালে
হাসে আহা কি সুমধুর
একা নির্চুপ রাতদুপুরে খুঁজি ।
লেখার তারিখঃ ১৬/০১/১৩
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
বাউল আলমগী সরকার বলেছেন: সাবির ভাই
অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
এহসান সাবির বলেছেন: বেশ...