![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।
ষড়যন্ত্র আর কালরাতের দাঁত কামড়ানো
মন্ত্র,দু’য়ের মাঝে ভয়ংকর এক কণ্ঠ।
মনের কুটিরে প্রেম ছিল ঠিকি বন্ধি,
গোপনে করেছিল প্লাবন তুলা সন্ধি।
উঠান জুড়ে জ্বল জ্বল করে জ্বলছে রক্তে
রঞ্জিত,কলঙ্কের ভয়ে সাধু সন্ন্যাসী হয়েছ
যদি এতোই ভয়,অতোই সমুদ্রে ঢেউ তুলেছিল
কেন?গন্ধহীন রজনীগন্ধা করেছিল ছুড়াছুড়ি।
কালরাতের মন্ত্রটা ছুঁয়ে গেলো ঐ গায়ে,
সঙ্গে সঙ্গে দেহটা পুড়ে অঙ্গার হয়ে গেলো,
স্মৃতির পাতায় পাতায় আজও অঙ্গার,লাল হয়ে
যাওয়া শীতল পাঠিটা আজও রক্তে রঞ্জিত।
লেখার তারিখঃ ১৯/০১/১৩
©somewhere in net ltd.