![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।
দু’পায়ে হেলে দুলে হেঁটে চলছি,দেহে
কাঁপন নিয়ে নিরুপায় স্পর্শকাতর হয়ে,
টলটল জলে মৃদ ঢেউ তুলা ঐ যমুনার
পাশে।সহমর্মীতা সহনশীলতা পাখা মেলে
বাংলার আকাশে বাতাসে অবিরত বয়ে
যাবো,ভেসে যাবো অনন্ততকাল। যতোই
যমুনার উত্তাল ঢেউ উঠুক আর হিংসার
বলিমাখা স্বার্থ পূজারিতে ধবংশের ঢিল
ছঁড়ুক,দেখ! ঠিকি একদিন বুঝবে তারা,
থাকুক না যতো অবুঝ ভুলা,ভরের আঁধার
নামবে যখন দেখবে দ্বার খুঁলা।উত্তাল ঢেউয়ে
দুলে দুলে ভাসছি যেন,ঐ যমুনার স্রোতে।
লেখার তারিকঃ ১৩/১১/১২
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
বাউল আলমগী সরকার বলেছেন: এই প্রত্যয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
নীলফরিং বলেছেন:
আগামীর পথ প্রশস্ত হোক, কবি।