![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।
বিশটি বছর ধরে কি দেখছি
আর কি দেখলাম? অভয় অরণ্য যেন
দু’চোখের তারায় করছে ঝলমল-
বিশটি বছর পর- বিশটি বছর।
পুকুর ভরা মাছ দেখেছি আর
গোয়াল ভরা গরু ডোল ভরা ধান-
সোনালী পাট আর মরিচ জুড়ে উঠান,
চারিপাশে মুক্ত বাতাস ছিল স্বাধীন-
আঁচল ভরা পাট শাক, লাউ শাক আর
সবুজ আইলের উপর কমলির শাক
বউতার শাক- সে দৃশ্য অদ্ভুত সমীকরণ
বিশটি বছর পর- বিশটি বছর পর।
সত্যের ভর করেছিল সরলতার বন্ধন
ভ্রাতৃত্ব ভরা প্রেমছিল-একটুতে খাওয়াত
মুরগ জবায় করা রান- ঝগড়া ঝাটি
হলেও যেন থামতো না কথার ঘ্রাণ
আজ কালের স্রোতে হয়েছে মহাশ্মসান-
দেখছি শুধু রক্ত আর রক্তের বান।
বিশটি বছর পর- বিশটি বছর পর।
এ কি দেখছি হিংসার করেছে ভর-
মানুষকে মানুষ ভাবছে না পশুপাখির
মত কাটছে ধর-ধর্ষণের মহড়া হচ্ছে
দিনে কিংবা রাতের গাড়ি বহর- দেখিনি
দেখিনি বিশটি বছর আগে- ত্যাগি হয়েছে
মহৎ জাগ্রত হোক সভ্য চেতনার প্রহর-
বিশটি বছর পর- বিশটি বছর পর।
লেখার তারিখঃ ২৬/০২/১৩
©somewhere in net ltd.