নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শীতলবালির মাঝে ধুধু নিঃঅন্তর

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

পদ্মার ‘টি’ বাঁধ নয়-নয় কোরতায়ার

নারুলী ব্রিজ-ঐ যমুনার ঝিকমিক বালুচর

কত দেখেছি- খেলেছি বুক বরাবর-

শীতলবালির মাঝে যেন ধুধু (অন্তরহীন)নিঃঅন্তর-

এক দীর্ঘনিঃশ্বাস- মাঝে মধ্যে বয়ে যেত

শনশান আওয়াজে ভাঙ্গন তুলে কি ভয়-

কৃষ্ণচূড়া ফুটা সকালে- পূর্বালী নীল স্রোত।

বালুচর তোরছিল ধুধু(অন্তরহীন)নিঃঅন্তর।



কিনারায় ছিল ঘোন সবুজের কাঁশবন

সাদা সাদা ফুলে দিয়ে যেত শিহরণ-

হরিণী আঁখির মত- দৃষ্টিপাত করেনি

উড়ে যায় গাংচিল-হৃদয় পাঁজরে বসেছিল

চুমুকে স্পর্শ ছোঁয়া-কমল ঠোঁটের নিশান-

তাতেই যেন বড় বড় ঢেউ তুলা গর্জন

ক্লান্তি দেহে গাংচিল খুঁজেছে ঘামহীন অন্তর।



তারা খেয়ে-কেন বার বার ফিরে আসা

বুঝেনি যমুনা- খরা রোদ্রে পুড়ে যাওয়া

লম্বা ডানায় উড়াল দিবার নাই সান্ত্বনা

অভয় জলে ডুব দিয়ে যাই বার বার

এটাই যেন তার-একটু সুখ খুঁজে পাওয়া

তাতেই বুঝি বদলাও মৌসুমী মৃদু হাওয়া-

আজো দেখি খাঁখাঁ করছে তোর নিঃঅন্তর।



লেখার তারিখঃ ২৭/০৩/১৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

পেন্সিল স্কেচ বলেছেন: ভাল লাগছে +++

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

বাউল আলমগী সরকার বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.