নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সবুজের খুঁজে নীল পাই

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

১।

গাঁও গ্রামে গেলে এখন- প্রভাত

বেলায় উঠ- দেখ শুধু পাথার জুড়ে-

খালি পায়ে একটু হাঁট- সেথায় দেখ-

চির সবুজের মেলা লেগেছে। হাওয়া হাওয়া

দুলছে- কে যেন-আলথ করে দুল দিচ্ছে-

বিকালের ধূসর রঙের মেঘগুলো গুমরে পরে

কোথায় লুকালো?একটু পরে ঝিরি ঝিরি জোনাক

ডাকা- আঁধার নেমে এলো- সবুজ হল কালো।



২।

কুচকুচে কাল আঁধার জুড়ে আজ- সোনামাখা

রূপালী চাঁদ উঠেছে- এ পূর্ণিমা রাতে-একাকী

অপেক্ষা করি শুরু- সেই চাঁদ দেখে দেখে কখন

যেন ভোর হল-প্রভাত ফেরীর সৌরভ পেতে-

অনুভবের স্পর্শ ছোঁয়ায় দেখি- ধোঁয়া হয়ে উড়ে

যাচ্ছে- কোন দিকে?আঁধারের মাঝে খুঁজে পেলাম

এক নীল।যে নীলের সাথে সবুজের হাতছানি-আর

পাথারের মাঝে গুমরে মরা-বিষন্নতা বিকাল হল

নীল সবুজের ফুলদানি-নাড়ীর টানে গ্রামে ফেরা।



লেখার তারিখঃ ০১/০৪/১৩





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.