![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।
ঘামঝরা মধ্যদুপুর; অস্থির অনুভূতির শিহরণ-
নীলপ্রাকৃতির মনোরম দৃশ্যগুলো করছে সম্বর্ধনা;
আলোকসজ্জা সেজেছে জোনাকির দল
মাঝে মাঝে দোল দিয়ে উঠছে,
কখন বা দেহ ঝাকুনি দেয়া মৃদু কম্পন,
আর কল্পনার উপলদ্ধিকর কি দীর্ঘশ্বাস?
কখন পৌছাবো! কখন পৌছাবো! গন্তব্য শিহরে।
যমুনার ঝিলিক মারা ঢেউ খেলা পারিয়ে
সাতমাথা চবুতর, তখন ঘড়ির কাটা ঠিক ১২:১৫ মিনিট;
শুধু পূর্ণিমার ঝি ঝি তারায় একলা-
উম্মাদ এক সাহস এগিয়ে চলছি গন্তব্যের বুকে
অবশেষে পৌছেয়ে গেলাম গন্তব্যে-
চারপাশ দেখি ব্যস্তময় আনন্দের হাসি
নিষ্পাপ দেহ ঘুমিয়ে আছে; বক্ষজুড়ে যেন শান্তি ।
ওর ঠোঁট,কপাল,গাল কি জানি চাওয়ার
অধীর অপেক্ষায়; এতোটুকু বুঝতে হয়নি ভুল,
পাঁজর স্পর্শে- কপালে,ঠোঁটে কতো বার দিলাম চুমু–
সেই চুমুর শিহরণে জাগ্রত হয়ে উঠবে তো,
করবে তো সে বিস্ময়কর কোন কিছুর জয়।
তেমনী করে পাবো তো এই কপালটি জুড়ে-
বাঁকি থাক না! তোর সুখ আনন্দময় চুমো;
সেই অপেক্ষায় কাটাবো, না হয় হাজার লক্ষ প্রহর,
তবু পাবো তো বিধি? বাঁকি চুমুর পরিকীর্ণ স্বাদ।
লেখার তারিখঃ ১১/১০/২০১৪
<><><><><><><><><><>
©somewhere in net ltd.