![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।
তারাহীন আধাঁর নিশি ঘুমের ঘ্রাণ
দেখি মেয়ে তুমি বড়ই সুচিন
বাঁধাহীন ভালোবাসি চিরদিন চিরদিন-
কুৎসিত ছায়া পথে ভেবো না কখনো
প্রণয় সাগরে আমি এক অর্বাচিন ।।
মনের সীমন্ত পেরিয়ে গেছো কত
দেখনি পাহাড় সম সবুজের বিশলতা শত
এখানে স্থল জল আছে খরস্রোতও আছে
আর আছে বুকে পুষ্প ঝরা আর্তনাদ
কে শুনিল রে নিঃবোধ স্বার্থপরতার মতো
সুখেই বেঁধেছে ধোঁয়া ছায়ার প্রসাদ –
সে প্রসাদের আঙ্গিনা জুড়ে তারার পাতে
জ্বলেছো ঝিলমিল মেয়ে তুমি সুচিন।।
বুঝলাম সবে সুচিন দলে দলে আর নয়
কেবল শুধু স্মৃতিরা এখন খেয়া ঘাটে
নোনে যাওয়া তরীর ঢেউ তরঙ্গের সাথে
আগের মত ভাসে না রে উজান ভাটি
কি করে সয়বে বল সবই হবে মাটি
মাটির গন্ধ নিয়ে সুচিনের চিহ্ন নিয়ে
বলিস না রে আমি এক অর্বাচিন
সংসার সংগ্রামী পথে তুমি হও সুচিন।।
একধরনের গানের কথা হতে পারে
লেখার তারিখঃ ১৯/১১/২০১৪
=====================
২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
বাউল আলমগী সরকার বলেছেন: জ্বি নুর দা
অশেষ ধন্যবাদ
ভাল থাকুন
২| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লিখেছেন।
২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩
বাউল আলমগী সরকার বলেছেন: অশেষ ধন্যবাদ
ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭
নুরএমডিচৌধূরী বলেছেন: বাঃ চমৎকার
লিখায়++++++